করুণাময় সিংহ, মানিকচক (মালদা) : বাড়ির দেওয়ালে তাজা বোমার (Bombing) দাগ। মাটিতে পড়ে রয়েছে বোমার সুতলি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে টালির চাল, দরজা, জানলা। ভেঙে খান খান চেয়ার-টেবিল-সহ সমস্ত আসবাব। হামলার হাত থেকে রক্ষা পায়নি টোটোও, মালদার (Malda) মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে ধুন্ধুমার। শনিবার সকালে পরপর ৭-৮টি বাড়িতে এভাবেই তাণ্ডব চালানো হয়। 


কেন যাবতীয় বিবাদ


স্থানীয় সূত্রে খবর, অশান্তির সূত্রপাত একটি জমির মালিকানা নিয়ে। জমিটিকে নিজেদের বলে দাবি করেছেন, স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূলের অঞ্চল সভাপতি দু’জনেই। 


ঘটনায় রাজনৈতিক মোড়ক!


পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের অভিযোগ, জমি বিবাদের জেরে হামলা চালিয়েছে, তৃণমূলের অঞ্চল সভাপতিই। গোপালপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা মহম্মদ সইফুদ্দিন বলেছেন, 'আমার জমি নিয়ে নিয়েছে। চাষ আবাদ করছে। নাসিরই হামলা চালিয়েছে।' যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা। বরং পাল্টা অভিযোগও করেছেন। গোপালপুরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মহম্মদ নাসির বলেছেন, 'ভিত্তিহীন অভিযোগ। সইফুদ্দিন মাফিয়া। এলাকা দখলের জন্য করছে।'


দুই তৃণমূল (TMC) নেতার মধ্যে, জমির মালিকানা নিয়ে বিবাদের জেরে গ্রামে তুলকালাম। এনিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি (BJP)। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেছেন, 'সব জায়গায় টাকা পয়সা, ভাগ বাটোয়ারা, তা নিয়ে তৃণমূলের কোন্দল। সাধারণ মানুষকে সাফার করতে হচ্ছ। প্রশাসনকে বলব করা পদক্ষেপ নিতে।' এই ঘটনায় দল জড়িত নয় বলেই জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


এলাকায় উত্তেজনা থাকায়, রয়েছে পুলিশ পিকেট। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশকিছু তাজা বোমা। 


আরও পড়ুন- ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পড়ল বেপরোয়া ডাম্পার, কোচবিহারের মারুগঞ্জে মৃত ৪, আহত বেশ কয়েকজন


এদিকে, কয়েকদিন আগেই রোগীর আত্মীয়র শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও তৈরির চেষ্টার অভিযোগে আটক করা হয় মালদা মেডিক্যাল কলেজের (Malda Medical College and Hospital) ৩ নিরাপত্তারক্ষীকে।