করুণাময় সিংহ, রতুয়া: প্রার্থী নিয়ে বিধায়ক ও জেলা তৃণমূল (Trinamool) সভাপতির সঙ্গে ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতির সংঘাত। আর তাকে কেন্দ্র করে মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল রতুয়ার বাটনা এলাকা। পুলিশের সামনেই চলল সংঘর্ষ। ভাঙা হল বাড়ি, বাইক। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


রণক্ষেত্রের চেহারা নিল রতুয়া: পুলিশের সামনেই লাঠি হাতে দাপাদাপি। আইনের রক্ষকদের সামনেই সংঘর্ষ। বাড়িতে ভাঙচুর বাইক ভাঙচুর,হাউহাউ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন প্রার্থী। হাই মাদ্রাসা (High Madrasa) পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলের দুই শিবিরের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়ার বাটনা এলাকা। ভেঙে তছনছ একাধিক বাইক। উল্টে পড়ে রয়েছে কাঠের বেঞ্চ। দু'পক্ষের সংঘর্ষের আঁচ এসে পড়ল সাধারণ মানুষের বাড়িতে। ভাঙা হল ঘরের টালি, রেহাই পেল না কাঠের দরজা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল, ভোটগ্রহণ কেন্দ্র থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন প্রার্থী। এই হল রতুয়ার বাটনা হাই মাদ্রাসা।


পরিচালন সমিতির নির্বাচনে বাটনা হাই মাদ্রাসার ৬টি আসনেই আলাদা আলাদা ভাবে প্রার্থী দিয়েছে তৃণমূলের দুটি গোষ্ঠী। তাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের বিরোধ। যার একদিকে রয়েছেন রতুয়ার তৃণমূল বিধায়ক ও মালদা জেলা তৃণমূল সভাপতি। আরেকদিকে রয়েছেন রতুয়া এক নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি।


রতুয়া ১ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি ফজলুর হক বলেন, “এখানে আমরা ৬ জন প্রার্থী ঠিক করেছিলাম ব্লক সভাপতির সঙ্গে কথা বলে। কিন্তু তারা আলাদা ভাবে আবার প্রার্থী দিয়েছে। আমাদেরও প্রার্থী আছে। ওদেরও প্রার্থী আছে। রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় পুলিশকে দিয়ে ভোট লুঠ করাচ্ছে। জেলা সভাপতি ও বিধায়ক চান এখান থেকে তৃণমূল উঠে যাক।’’ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, রতুয়ার তৃণমূল বিধায়ক কোনও মন্তব্য করতে চাননি। যদিও প্রাক্তন ব্লক সভাপতিকে এক হাত নিয়েছেন তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি।  রতুয়া ১ নম্বর ব্লকের তৃণমূল সভপতি অজয় সিংহ বলেন,“আমরা যাদের প্রার্থী করেছি তারা দলের অনুমোদিত প্রার্থী। বিরোধীদের সাথে নিয়ে তৃণমূলের ক্ষতি করার জন্য বাকিরা প্রার্থী দিয়েছে। কেউ দলে থেকে দলের বিরোধিতা করলে ব্যবস্থা হবে।’’

রবিবার ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে অশান্তি এমন জায়গায় পৌঁছয়, হেলমেট পরে, ঢাল নিয়ে, আগ্নেয়াস্ত্র কোমরে গুঁজে মাঠে নামতে হয় পুলিশকে।


আরও পড়ুন: Howrah News: বড় হাসপাতালের উপর চাপ কমাতে উদ্যোগ, স্বাস্থ্য কেন্দ্র তৈরি করছে হাওড়া পুরসভা