করুণাময় সিংহ, দৌলতপুর: মালদার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোবারক হোসেন গলা ধাক্কা দিচ্ছেন এক বৃদ্ধকে! ভয়ে দৌড়াচ্ছেন কয়েকজন। পিছনে চেলাকাঠ উঁচিয়ে মারতে যাচ্ছেন এক ব্যক্তি। ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গ্রামবাসীদের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্ত প্রধানের।
স্থানীয় সূত্রে খবর, শীতলপুর গ্রামে পঞ্চায়েতের তরফে ২০০ মিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়। গ্রামবাসীদের দাবি, যেখান দিয়ে রাস্তা তৈরি হওয়ার কথা সেখানে গ্রামের কয়েক জনের বাড়ি রয়েছে। পাশপাশি, নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল পরিচালিত দৌলতপুর পঞ্চায়েতের প্রধান মোবারক হোসেন। গ্রামবাসীরা প্রধানকে অভিযোগ জানাতে গেলে শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় এক বৃদ্ধকে ধাক্কা মারেন প্রধান। সেই নিয়ে বিবাদ চরমে উঠলে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এরপরই প্রধান চোলাকাঠ নিয়ে মারতে যান বলে অভিযোগ।
শীতলপুরের বাসিন্দা আব্দুল মান্নানের অভিযোগ, ‘পঞ্চায়েত প্রধান আমাদের এখানে প্রধান এসেছিলেন। আমরা কথা বলতে গেলে ধাক্কাধাক্কি করেন।’
পাল্টা অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের দাবি, ‘গন্ডগোল হচ্ছিল। মেটাতে গেলে আমাকে মারধর করে।’
আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার বিজেপি সহ-সভাপতি বিশ্বনাথ মালোর কটাক্ষ, ‘এটাই তৃণমূলের সংস্কৃতি।’
মালদার তৃণমূল মুখপাত্র শুভময় বসু পাল্টা বলেছেন, ‘কেউ যদি অন্যায় করলে দল পাশে থাকবে না। প্রশাসন ব্যবস্থা নেবে।’
সবমিলিয়ে রাস্তা নিয়ে বিবাদ চরমে মালদার দৌলতপুরে।
অন্যদিকে, প্রকল্পে অর্থ বরাদ্দ হলেও, হয়নি কাজ। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন বাসিন্দাদের একাংশ। মালদার হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপি-র চাপানউতোর। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে বিজেপি। জবাব দিয়েছে রাজ্যের শাসক দল।