করুণাময় সিংহ ও রাজীব চৌধুরী, মালদা : অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জেলায় জনসংযোগ যাত্রা শেষ করে যাওয়ার তিন সপ্তাহের মাথায় মালদায় (Malda) তৃণমূলে (TMC) ভাঙন। এক বুথ সভাপতি সহ প্রায় দু'শো তৃণমূল কর্মী শুক্রবার যোগ দিলেন কংগ্রেসে। অন্যদিকে, বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় হাজারেরও বেশি কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন বলে ফেসবুকে ছবি পোস্ট করে দাবি করেছেন অধীর চৌধুরী।
পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ যাত্রায় জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে তৃণমূলে ভাঙন। ৩ মে জনসংযোগ যাত্রা নিয়ে মালদার চাঁচলে পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ২৩ দিনের মাথায় মালদার চাঁচলে তৃণমূলে ভাঙন। শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন বুথ সভাপতি আলতাফ হোসেন সহ ২০০ জন তৃণমূল কর্মী। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে গোপন ব্যালটে ভোট দিতে না পারার অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কংগ্রেসে যোগদানকারী আলতাফ হোসেন বলেন, 'আগে তৃণমূল করতাম। আমি বুথ সভাপতি ছিলাম। আমার এখানে মানেই দাঁড়াচ্ছে না কোনও। বুথ সভাপতির কোনও গুরুত্ব নেই। এই দলটা ভাল না। অভিষেকের সভায় গেছিলাম ভোট দেওয়ার জন্য। কিন্তু, আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।'
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক, যুব কংগ্রেসের সভানেত্রী রোজিনা খাতুন, প্রাক্তন বিধায়ক অল বিরুনী সহ অন্যান্য নেতৃত্ব। কংগ্রেসের দাবি, মহানন্দপুর অঞ্চলের প্রত্যেকটি বুথ থেকে তৃণমূল কর্মীরা তাদের দলে যোগ দিয়েছেন। কংগ্রেসের চাঁচল ব্লক সভাপতি আনজারুল হক বলেন, 'মহানন্দপুরের প্রত্যেকটা বুথ থেকে ১০-১২-১৫ জন করে কংগ্রেসে যোগ দিলেন। তাঁরা দলে সম্মান পাচ্ছেন না। নতুন সভাপতি তৈরি হচ্ছে। যাঁরা তৃণমূলকে তৈরি করেছেন তাঁরা গুরুত্ব পাচ্ছেন না। তাই তাঁরা কংগ্রেসে যোগ দিলেন।'
যদিও চাঁচলে তৃণমূলের সহ সভাপতি অমল মণ্ডল বলেন, 'যাঁরা দলত্যাগ করেছেন তাঁরা আদৌ আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ না। তাঁরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এসেছিলেন। বিভ্রান্তি করে আগাছার মতো ছিলেন। তাঁরা চলে গেছেন, আমরা খুশি। দলটা বাঁচল। টিকিট পাচ্ছিলেন না। কংগ্রেসের দুর্দিন, যাকে পাচ্ছে তাঁকে ধরছে।'
বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছেন তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজ খানের অনুগামী। আর সেদিনই তৃণমূলে ভাঙন ধরানোর দাবি করেছেন অধীর চৌধুরী। ফেসবুকে ছবি পোস্ট করে প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেছেন, বৃহস্পতিবার নওদায় এক হাজারেরও বেশি তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দেন।
চলতি মাসের শুরুতে জনসংযোগ যাত্রা নিয়ে মুর্শিদাবাদে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাস শেষ হওয়ার আগেই জেলায় তৃণমূলে ভাঙন ধরানোর দাবি করল কংগ্রেস।