অভিজিৎ চৌধুরী, মালদা : সাতসকালে এক বৃদ্ধাকে পুলিশ পরিচয় দিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না লুঠ করে পালানোর অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের জুবিলি রোড এলাকায় । এই ঘটনার পর ওই বৃদ্ধা চিৎকার শুরু করতেই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন সুমিত্রাদেবী আগারওয়ালা নামে ওই বৃদ্ধা । তাঁর বাড়ি জুবলি রোডে।


পুলিশকে অভিযোগে ওই বৃদ্ধা জানিয়েছেন, মোটরবাইকে করে চার যুবক এসে নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয় তাঁকে। সাতসকালে এত অলঙ্কার পরে কেন তিনি বাড়ি থেকে বেরিয়েছেন তা জানতে চায়। এজন্য ছিনতাই ও খুন হয়ে যেতে পারেন, এমন ভয় দেখিয়ে তাঁর শরীরে থাকা সোনার অলঙ্কার অভিযুক্তরা খুলে ফেলায়। এরপর তা নিয়ে চম্পট দেয়। 


ওই মহিলার হাতে একজোড়া তিন ভরি সোনার চূড়, আড়াই ভরি সোনার চেন, সোনার দুটি আংটি সহ লক্ষাধিক টাকার গয়না দুষ্কৃতীরা পুলিশ পরিচয় দিয়ে লুঠ করেছে বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এদিন সকালে ওই মহিলা বাড়ি থেকে সামনেই এক গোয়ালার কাছ থেকে দুধ আনতে যাচ্ছিলেন। সেই সময় দুটি মোটরবাইকে চারজন অচেনা যুবক এসে ওই বৃদ্ধার সামনে দাঁড়ায়। তারপরেই এই গয়নাগুলি নিয়ে এলাকা থেকে চম্পট দেয়।


প্রসঙ্গত, দিনকয়েক আগেই এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই যুবককে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান করে পুলিশ। ওইদিন সকালে বাগবাড়ি এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। মৃত যুবকের শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঘটনার তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ।