করুণাময় সিংহ, মালদা: জমি নিয়ে বিবাদের জেরে এক ভাইকে খুনের অভিযোগ উঠল অপর ভাইয়ের বিরুদ্ধে। সাংঘাতিক ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের ৮১ নম্বর জাতীয় সড়কের পাশে। এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে চাঁচোল থানায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।  


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত যুবকের নাম সেলিম খান। তাঁর বয়স ৩০। ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি চাঁচল থানার হাজাৎপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। পরিবারের সদস্য মহবুল হক জানান, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। ইতিমধ্যে সকলেই সেই বিবাদের মীমাংসার জন্য গ্রামে আলোচনার কথা জানায়। 


প্রতিদিনের মত শনিবার সকালবেলা কাজে বের হন সেলিম খান। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে আসেননি। এরপর হরিশ্চন্দ্রপুর থানার ৮১ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। রাত্রিবেলা থানা থেকে ফোন যায় ওই যুবকের বাড়িতে। পরিবারের লোকজনকে জানানো হয় তাঁদের ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারের সদস্যরা আরও জানান, ছেলের গায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। জমি নিয়ে বিরোধের কারণে তাকে তার ভাই গনি খান খুন করেছে বলে অভিযোগ ওঠে। পরিবারের পক্ষ থেকে চাঁচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


আরও পড়ুন: Jalpaiguri Elephant Attack: জলপাইগুড়ি হাসপাতালের পাঁচিল ভেঙে হাতির হানা, আক্রমণ প্রতিরোধে শহর ঘিরে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ


অন্যদিকে আজই ভগবানপুরে বিজেপিকে নেতা খুন করার ঘটনা ঘটেছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি (BJP) নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মৃতের নাম ভাস্কর বেরা। নিহত ভাস্কর বেরা বিজেপির বুথ সাধারণ সম্পাদক। কালীপুজো উপলক্ষে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। রাস্তা থেকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও এবিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।