রতুয়া,২০ ডিসেম্বর: ফসলের জমিতে ছাগল ঢোকা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড বেধে গেল। ফসলের ক্ষেতে ছাগল ঢুকে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিবাদের জেরে এক যুবকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) রতুয়ার (Ratua) চাঁদমনি ১ গ্রাম পঞ্চায়েতের গোরক্ষা পরানপুর গ্রামে। আহত যুবকের নাম দিলওয়ার হোসেন। অভিযুক্ত তাঁরই প্রতিবেশী এক মহিলা। জানা গেছে, ওই মহিলার  ছাগল দিলওয়ার হোসেনের ফসলের ক্ষেতে ঢুকেছিল বলে অভিযোগ। 


 ছাগল ধরে ওই মহিলাকে জানাতে যান দিলওয়ার। এরপরই দুজনের ঝগড়া বেঁধে যায়। এরইমধ্যে ওই মহিলা দিলওয়ারের গোপনাঙ্গে ব্লেড চালিয়ে দেন বলে অভিযোগ।আহত অবস্থায় দিলওয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুতরফেই রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, ওই যুবক গত এক বছর ধরে তাঁকে উত্যক্ত করছিলেন। ঘটনার দিন একা পেয়ে বাড়িতে ঢুকেছিল। আত্মরক্ষার্থে তিনি ধারাল অস্ত্র ছুঁড়ে দেন। এই ঘটনায় সুবিচার প্রার্থনা করেছেন তিনি। 


উল্লেখ্য, কিছু দিন আগে ছাগলে মাঠের ধান খেয়ে নেওয়াকে কেন্দ্র করে বীরভূমে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বেধে গিয়েছিল। আহত হয়েছিলেন দুপক্ষের প্রায় ৮ জন। জানা গেছে ইলামবাজার থানার পাইকুনি ও নৃপতি গ্রামের বাসিন্দাদের মধ্যে ওই সংঘর্ষ বেঁধেছিল৷ মাঠের ধানও লুঠ করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে, হাত-পায়ে আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় দুপক্ষের ৬ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় । অভিযোগ, ইলামবাজার থানার নৃপতি গ্রামের মাঠের ধান পাইকুনি গ্রামের ছাগল খেয়ে নেয়৷ এই অভিযোগ ঘটনার কয়েকদিন আগে থেকেই ছিল৷ ছাগল চরাতে গ্রামের মাঠে নিয়ে আসা হয়৷ সেই সময় ধান খেয়ে নেয় ছাগলে৷ পাশাপাশি দুই গ্রামের উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে ধান লুটের অভিযোগ তোলে। এই নিয়েই শুরু হয় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ৷ বাঁশ-লাঠি নিয়ে দুই পক্ষের লোকজন চড়াও হয় একে অপরের উপর৷ গ্রামের মাঠে চলতে থাকে সংঘর্ষ৷ খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ আসে ঘটনাস্থলে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ।