করুণাময় সিংহ, মালদা: মহানন্দা নদীর বাঁধের দ্রুত সংস্কারের দাবি তুলে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। মালদার (Malda) চাঁচলের গালিমপুর এলাকায় নদীর চড়ে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হন ওই এলাকার বাসিন্দারা। বর্ষার আগেই দ্রুত নদী বাঁধ সংস্কারের দাবি তুলেছেন বাসিন্দারা। বর্ষার আগেই দ্রুত বাদ সংস্কার যাতে হয় মন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরবেন এমনই আশ্বাস দিয়েছেন সেখানকার তৃণমূল বিধায়ক। যদিও এই ইস্যুতেও তৃণমূলকে বিঁধেছে বিজেপি। কটাক্ষের সুরে তারা বলেছে, তৃণমূল হল ভাঁওতাবাজির দল।
কেমন পরিস্থিতি মহানন্দা নদীর বাঁধের
বেহাল অবস্থায় পড়ে রয়েছে মহানন্দা নদীর রক্ষা বাঁধ। সংস্কারের অভাবে তার অবস্থা খুবই খারাপ। বাঁধের যত্রতত্র দেখা দিয়েছে ফাটল। মালদার চাঁচলের স্বরুপগঞ্জ গালিমপুর থেকে মাগুরা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার বাঁধ এবড়ো খেবড়ো ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। যা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। বর্ষা আসতে ঢের দেরি। তাই তার আগে দ্রুত বাঁধ সংস্কারের দাবি নিয়ে নদীর চরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা জাহাঙ্গীর খান বলেন মহানন্দা নদী বাঁধের বেহাল দশা। বাঁধের একাধিক জায়গায় দেখা গিয়েছে ফাটল। প্রতিনিয়ত ধস নামছে বাঁধে। আর যার জেরে ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। দ্রুত বাধ সংস্কারের দাবি নিয়ে নদীর চরে দাঁড়িয়ে আছে তারা বিক্ষোভ দেখিয়েছে।
তৃণমূল বিধায়কের আশ্বাস
দ্রুত বাঁধ সংস্কারের কাজ যাতে শুরু হয় এই নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। বিধায়ক বলেন, ''বাXধ দুর্বল, বর্ষার আগে যাতে কাজ শুরু হয় এই নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে প্রস্তাব পাঠিয়েছি। আশা করা যায় দ্রুত সংস্কারের কাজ শুরু হবে। পাশাপাশি আমি মন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরব।''
বিজেপির পালটা কটাক্ষ
বাঁধ সংস্কার নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি যুব মোর্চা সহ-সভাপতি সুমিত সরকার বলেন, ''তৃণমূল ভাঁওতাবাজির দল। মানুষকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি আর ভাঁওতাবাজি দিয়ে চলে। আমার মনে হয় না আর নদী বাঁধ সংস্কার হবে।'' এদিকে, সেচ দফতরের আধিকারিকদের দ্রুত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।