করুণাময় সিংহ, ইংরেজবাজার : সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ডাকাতির ঘটনা ঘটেছে। এবার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। প্রাথমিক শিক্ষক ও তাঁর স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুঠ করেছে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ উঠেছে। ঘটনা ঘিরে এলাকায় শোরগোল পড়ে গেছে। এনিয়ে তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ।
বাড়ির জানালার গ্রিল কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর সরাসরি শোওয়ার ঘরে ঢুকে পেশায় প্রাথমিক শিক্ষক আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করা হয়। মারধর করা হয় প্রাথমিক শিক্ষককে। পুলিশ সূত্রে খবর, ৮ থেকে ১০ জনের একটি দুষ্কৃতী দল হানা দিয়েছিল ওই বাড়িতে । দুষ্কৃতীরা চার ভরি সোনা, সাড়ে তিন লক্ষ টাকা নগদ-সহ অনেক কিছু লুঠ করেছে বলে দাবি করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
আগেও মালদায় ডাকাতি-
এর আগে গত জুন মাসে ভর সন্ধ্যায় মালদার চাঁচল থানার মালতীপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট চালানো হয়। গুলিবিদ্ধ হন দোকান মালিক গৌতম সেন। এলাকার মানুষ বাধা দেওয়ার চেষ্টা করলে, দুষ্কৃতীরা বোমা মারতে মারতে এলাকা ছেড়ে পালায় বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী।
এদিকে পুরুলিয়া (Purulia) সোনার দোকানে (Gold Shop) ডাকাতির ঘটনায় মাস্টার মাইন্ড রবি গুপ্তকে গত অক্টোবর মাসে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, জেলে বসেই এই ঘটনার নকশা তৈরি করেছিল অভিযুক্ত। সে দেশের বিভিন্ন প্রান্তে সোনার দোকানে ডাকাতির ছক করত বলে পুলিশ সূত্রে খবর।
পুরুলিয়ায় সোনার দোকানে বড়সড় ডাকাতি কাঁপিয়ে দিয়েছিল গোটা বাংলাকে। নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে, বন্দুক দেখিয়ে বেপরোয়া লুঠতরাজ করেছিল দুষ্কৃতীরা। গত ২৯ অগাস্ট পুরুলিয়া (Purulia) শহরের নামোপাড়া এলাকায় ১টি সোনার বিপণিতে ৭ জনের দুষ্কৃতী দল লুঠপাট চালায়। যাওয়ার আগে বিপণির হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। ঘটনায় প্রায় ৮ কোটি টাকার সোনার ও হিরের সামগ্রী লুট করে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রথমে দিল্লি থেকে ১ জন ও পরে বিহার থেকে ১জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার পর অজয় যাদবকে গ্রেফতার করা হয়। আর পরে পুলিশের জালে ঘটনার মূল পাণ্ডা। পুলিশ সূত্রে খবর, রবি যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই ডাকাতির প্ল্যান করেছিল তা অন্য দেশের। বাজেয়াপ্ত করা হয় ৩টি মোটর বাইক।