মালদা: মালদায় ফের শ্য়ুটআউট। কালিয়াচক থানার মোজমপুর এলাকায় লিচুবাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ যুবক উদ্ধার হয়েছে। করিম খান নামে ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশেই লিচু বাগান পাহারা দিচ্ছিলেন ওই যুবক। সেই সময় তাঁকে কেউ বা কারা গুলি করে বলে অভিযোগ। 

আরও পড়ুন, কলকাতার পর এবার মুর্শিদাবাদে 7MM পিস্তল-দেশি মাস্কেট-সহ ২ রাউন্ড গুলি উদ্ধার ! গ্রেফতার সজিবুর শেখ -সহ ২

কারও সঙ্গে কি করিম খানের কোনও ঝামেলা হয়েছিল, হলেও আগ্নেয়াস্ত্রই বা কোথা থেকে ?

একের মে মাসের শেষ। ঝড়ে যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেই জন্য আম-লিচুর বাগানে চলছে কড়া নজর। বলার অপেক্ষা রাখে না, এই জেলা সকলের পছন্দের ফলের সবথেকে বেশি পরিমাণে যোগান দেয়। এই অবধি সব ঠিকই ছিল, আপাত দৃষ্টি নিছকই শান্তিপূর্ণ এমন পরিস্থিতিতে লিচুবাগানে যে কাউকে রক্তাক্ত হতে হবে, তা কেউ ভাবতেও পারেননি। কীভাবে এই ঘটনা ঘটল, কারও সঙ্গে কি করিম খানের কোনও ঝামেলা হয়েছিল, হলেও আগ্নেয়াস্ত্রই বা কোথা থেকে ? নানা প্রশ্ন আসছে উঠে। তবে প্রকৃত ঠিক কী ঘটেছে, তা আহত ওই ব্যক্তি সুস্থ হলেই জানা যাবে।

মালদায় শ্যুটআউটের ঘটনা এই প্রথমবার নয়

মালদায় শ্যুটআউটের ঘটনা এই প্রথমবার নয়, অতীতেও একাধিকবার একাধিক ইস্যুতে এই মালদা জেলাতেই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তা যে শুধুই রাজনৈতিক এমনটা কিন্তু নয়। অধিকাংশ ঘটনাতেই উঠে এসেছে নানা বিভিধ ইস্যু। কখনও মদের আসরে চলেছে গুলি, কখনও আবার গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে শাসক নেতাকে, এই জেলার মাটিতেই। তবে শূন্যে গুলি চালিয়ে ভলিবল টুর্ণামেন্টের ঘটনারও সাক্ষী এই মালদা জেলাই।পাশাপাশি, শ্যুটআউটের একাধিক ঘটনা প্রায়শই প্রকাশ্যে আসে কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা থেকেও। যদিও পুলিশের কড়া তল্লাশিতে একাধিক ঘটনা ঘটার আগেই দুষ্কৃতীর কেল্লাফতে করছে পুলিশ।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।