অভিজিৎ চৌধুরী, মালদা: এক রাতে পরপর পাঁচ বাড়িতে দুঃসাহসিক চুরির (Theft) ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদায় (Malda)। বাড়িতে না থাকার সুযোগ নিয়ে একই রাতে পাঁচ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। শনিবার (Saturday) রাতে ঘটনাটি ঘটেছে পাকুয়াহাট পঞ্চায়েতের থিনগর ও সালালপুর এলাকায়। 


ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। চুরির তদন্ত শুরু করেছেন তাঁরা। তবে এক সপ্তাহের মধ্যে ওই এলাকার ১০টি বাড়িতে চুরির ঘটনা সামনে এসেছে। বারবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা এবং নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। একাধিক চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী।


জানা যায়, থিনগর এলাকার সন্তু তপাদার, প্রসেনজিৎ ভক্ত ও সালালপুর এলাকার সনাতন মণ্ডল, সনদ হেমব্রম ও নমিতা হাজদার বাড়িতে  শনিবার গভীর রাতে দুঃসাহসিক চুরি হয়। প্রত্যেকের বাড়িতেই তালা লাগানো ছিল। বাড়ির সদস্যরা কেউ বাইরে কেউ বা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন পরিবারের লোকজন। চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বামনগোলা থানায়। তদন্তে নেমেছে পুলিশ। প্রত্যেকেরই বাড়ি থেকে সোনার অলংকার সহ নগদ টাকা খোয়া গেছে বলে দাবি।


আরও পড়ুন: Anis Khan Death: কোন পথে আনিস-মৃত্যুর তদন্ত? নিরপেক্ষ তদন্তের নির্দেশ রাজ্য পুলিশের ডিজি-র


অন্যদিকে বড়সড় ডাকাতির (Dacoity) ছক বানচাল করল মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Harishchandrapur Police Station)। গোপন সূত্রে পেয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকে হরিশ্চন্দ্রপুর এলাকার। পুলিশ সূত্রে জানা গেছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। কিন্তু অবশেষে পুলিশের তৎপরতায় বানচাল হয় সেই ছক। ধৃতদের নাম পলাশ দাস (২৪), বিকাশ সিংহ(২৮), ছোটন নাগ(৩০), শেখ ইউসুফ(২৪)।