করুণাময় সিং, মালদা: ফের মালদা তৃণমূলের (TMC) মধ্যে দ্বন্দ্বের সুর। সদ্য পদ হারিয়েছেন তৃণমূল নেতা ফজলুর হক। ব্লক সভাপতি ছিলেন তিনি। তারপরেই বিভিন্ন বিষয় নিয়ে দলের জেলা চেয়ারম্যান ও রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি বিধায়ক সমর মুখোপাধ্যায়।


পদে রদবদল:
সম্প্রতি, বিভিন্ন জেলায় ব্লকস্তরে সভাপতি বদল করেছে তৃণমূল। মালদার (Malda) ক্ষেত্রেই তাই করা হয়েছে। মালদার রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন ফজলুর হক। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় নতুন সভাপতি হয়েছেন অজয় সিংহ। এই বদলের পরেই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সদ্য় পদ হারানো তৃণমূল নেতা। 


কী অভিযোগ ফজলুরের? 
রতুয়া ১ নম্বর ব্লকের তৃণমূল নেতা ফজলুর হক বলেন, '২০১৩ সালে সমর মুখোপাধ্যায় যখন কংগ্রেসের বিধায়ক ছিলেন, সেই সময় পঞ্চায়েত নির্বাচনে সমর মুখোপাধ্যায়ের বউমার বিরুদ্ধে প্রার্থী হন আমার স্ত্রী। সেই সময় থেকে সমর মুখোপাধ্যায় আমাকে শত্রু মনে করেন। ২০১৮ সালে উনি তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই আমাকে একঘরে করার চেষ্টা করেছেন। এবারে আমাকে পদ থেকে সরিয়ে দিলেন।' ২০১১ সালে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ফজলুর হক। তারপরেই, তাঁকে ব্লক সভাপতির পদে বসিয়েছিল তৃণমূল।  ়ৃ


মুখ খোলেননি বিধায়ক:
ফজলুর হকের অভিযোগ প্রসঙ্গে জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় কিছু বলতে চাননি। এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।


কী বলছে তৃণমূল:
মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, 'ব্লক সভাপতি করার ক্ষমতা বিধায়ক বা জেলা কমিটির নেই। রাজ্য নেতৃত্ব এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। ফজলুর হক কী বলেছেন জানি না, তবে এই ধরনের মন্তব্য করে থাকলে দল বিরোধী কাজ করেছেন।'


বিজেপির কটাক্ষ: 
তৃণমূলের অন্তরের এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি মালদা জেলা বিজেপি (BJP)। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'জন্ম লগ্ন থেকে যাঁরা তৃণমূলে ছিল, এখন নতুন যাঁরা এসেছে তাঁরা তাঁদের গুরুত্ব দিচ্ছে না। যার জন্য তৃণমূলে গোষ্ঠীকোন্দল প্রকট থেকে প্রকটতর হচ্ছে।'


সব ঠিক থাকলে আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে, দলের কোন্দল প্রকাশ্যে চলে আসায় অস্বস্তি বাড়ছে তৃণমূলের।


আরও পড়ুন: লাফিয়ে কমল সংক্রমণ-গ্রাফ, শূন্যে নামল দৈনিক কোভিড-মৃত্যু