করুণাময় সিংহ, মালদা: মালদায় (Malda) টাকার বিনিময়ে দলীয় পদ বিক্রির অভিযোগ উঠল তৃণমূলের (TMC) ব্লক সভাপতির বিরুদ্ধে। তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ব্লক সাধারণ সম্পাদক সহ দলের একাংশ। গাজোলের ব্লক তৃণমূল সভাপতি দীনেশ টুডুর বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখিত অভিযোগ জানালেন ব্লকেরই সাধারণ সম্পাদক শুভাশিস চক্রবর্তী। যদিও নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করে করেছেন দীনেশ টুডু। তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত পচে গিয়েছে বলে কটাক্ষ করেছে বিজেপি। প্রকাশ্যে যারা দলের বিরুদ্ধে মুখ খুলছেন তারা সঠিক কাজ করছেন না। আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে জনিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি।
মালদায় (Malda) টাকার বিনিময়ে দলীয় পদ বিক্রির অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ব্লক সাধারণ সম্পাদক সহ দলের একাংশ। লিখিত অভিযোগ জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। দলটার ওপর থেকে নীচ পর্যন্ত পচে গেছে, কটাক্ষ করেছে বিজেপি।
টাকার বিনিময়ে তৃণমূলে পদ বিক্রি? অঞ্চল সভাপতির দাম ২ থেকে ২২ লাখ টাকা? ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ বিক্রির মতো চাঞ্চল্য়কর অভিযোগ তুললেন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক!
মালদার গাজোলের এই ঘটনায় প্রকাশ্য়ে চলে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গাজোল ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক শুভাশিস চক্রবর্তীর অভিযোগ, অঞ্চল সভাপতির পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে তৃণমূল কর্মীদের থেকে ২ থেকে ২২ লক্ষ টাকা তুলেছেন, গাজোলের ব্লক তৃণমূল সভাপতি দীনেশ টুডু।
শুধু তাই নয়, টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের প্রার্থীও ঠিক হচ্ছে বলে তাঁর অভিযোগ। এ নিয়ে জেলা নেতৃত্বকে জানালেও, কোনও পদক্ষেপ হয়নি বলে দাবি তৃণমূল নেতার। তাই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন গাজোল ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক শুভাশিস চক্রবর্তী সহ বেশ কয়েকজন কর্মী।
গাজোলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভাশিস চক্রবর্তীর কথায়, অঞ্চল সভাপতি ঘোষনার পর আমরা জানতে পারি অঞ্চল সভাপতি হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা ২ লক্ষ থেকে বাইশ লক্ষ টাকা পর্যন্ত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে দিয়েছেন। নেতৃত্বকে জানানোর পর কোন ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানিয়েছি। টাকার বিনিময়ে পথ বিক্রি গাজলে নজিরবিহীন ঘটনা। এমনকি এখন থেকেই পঞ্চায়েতের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন গাজোলের ব্লক তৃণমূল সভাপতি।
তৃণমূলে টাকার বিনিময়ে পদ বিক্রি! তৃণমূল দলটাই দুর্নীতিগ্রস্ত, কটাক্ষ বিজেপির। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলছেন, তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই পচে গেছে। টাকা ছাড়া এরা কোন কাজ করে না। তৃণমূল কংগ্রেসের একটা কর্পোরেট সিস্টেম চালু হয়ে গেছে। নিচের লোকেরা উপরে লোকদেরকে টাকা দিচ্ছে। সাধারণ মানুষকে টাকা লুট করে খাচ্ছে এরা।
মালদার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির কথায়, প্রকাশ্যে যারা দলের বিরুদ্ধে মুখ খুলছেন তারা সঠিক কাজ করছেন না।কোথাও কোনো সমস্যা থাকলে দলকে তা জানাতে হবে। গাজলে দলীয় নেতৃত্ব এবং জনপ্রতীদের সাথে আলোচনা করে বিষয়টি জানবো এবং তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ভোটের আগে দলীয় কোন্দলে চরম অস্বস্তিতে শাসকদল।