করুণাময় সিংহ, ইংরেজবাজার (মালদা) : মালদার ইংরেজবাজারে শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুই জন বিজেপি সদস্য যোগ দিলেন শাসক শিবিরে। এই ঘটনার পর ভয় ও প্রলোভন দেখিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে বলে অভিযোগ তোলে বিজেপি। যদিও গঙ্গা কীভাবে ভাঙে তা যেমন বোঝা যায় না, তেমনি বিজেপিকে ভাঙানোও বোঝা যাবে না বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।


২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ইংরেজবাজার ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে ন'টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাঁচটি, বিজেপি তিনটি এবং কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছিল। বোর্ড গঠন করে তৃণমূল। এবার ওই গ্রাম পঞ্চায়েতে শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। বিজেপির দুই জন নির্বাচিত জনপ্রতিনিধি অশোক মণ্ডল ও অনিমা ঘোষও যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। 


অশোক ঘোষ বলেন, বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না। তাই উন্নয়নের যজ্ঞে শামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।


জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে। সাধারণ মানুষ বিজেপির সাথে আছে । দলবদলে প্রভাব পড়বে না। 


এবিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, গঙ্গা নদীতে কীভাবে ভাঙন হয় সেটা যেমন বোঝা যায় না, আগামী দিনে ভাঙনও বিজেপি বুঝতে পারবে না। প্রসঙ্গত, ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই বিধানসভায় বিজেপিকে হারিয়ে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস।


এর আগে গত নভেম্বর মাসে মালদার (Malda) বামনগোলায় একটি পঞ্চায়ত (Gram Panchayat) হাতছাড়া হয় বিজেপির। বিধানসভা ভোটের পর বামনগোলায় চারটি পঞ্চায়তে গেরুয়া শিবিরের থেকে দখল নেয় তৃণমূল। ভয় দেখিয়ে দলবদলের অভিযোগ করে বিজেপি (BJP)। যদিও পাল্টা জবাব দেয় তৃণমূল (TMC)।


ভাঙন কবলিত মালদায়, বিধানসভা ভোটের পর দ্রুত গতিতে ভাঙতে শুরু করে বিজেপি। বিধানসভা ভোটে হবিবপুর বিধানসভায় বিজেপি জিতলেও, ভোটের পর হবিবপুরের অন্তর্গত বামনগোলা ব্লকে বিজেপির হাতে থাকা তিনটি পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল।