করুণাময় সিংহ, কালিয়াচক(মালদা) : বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই বালক। আহত এক বালক স্থানীয় হাসপাতালে চিকাৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জে লিচুবাগানে। প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমাও উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে। তদন্ত শুরু করেছে পুলিশ। 


পুলিশ সুত্রে জানা গেছে, সুলতানগঞ্জ এলাকায় একটি লিচু বাগান রয়েছে। সেই বাগান দিয়ে মঙ্গলবার সকালে দুই বালক কাঠ কুড়োতে গেছিল। সেই সময় একটি বোমকে বল ভেবে ছোড়ে । এরপর বোমাটি ফেটে যায়। স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে তরিঘড়ি ছুটে আসে লিচু বাগানে। আহত দুই বালককে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এক বালককে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হলেও, অপর এক জন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে। 


কালিয়াচক থানার এক পুলিশ আধিকারিক জানান, এদিন সকালে দুই বালক কাঠ কুড়োতে গেছিল। সেই সময় বল ভেবে খেলতে গিয়ে দুই বালক আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে। কে বা কারা বোমা মজুত করেছিল তা জানতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।.


দিনকয়েক আগে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত এক বালিকার মৃত্যু হয়েছে নন্দীগ্রামে। সেই ঘটনার তদন্তে নামে সিআইডি। নন্দীগ্রাম ১ ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের জাদুবাড়িচক গ্রামের ঘটনা। পরিত্যক্ত একটি বাড়িতে বোমা পড়েছিল সেখানে। 


স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, বাড়ির কাছেই খেলছিল ওই বালিকা ও তার দুই সঙ্গী। পরিত্যক্ত বাড়িতে প্লাস্টিকে মোড়া গোলাকার বস্তু দেখে বাড়িতে নিয়ে আসে তারা। প্লাস্টিক খোলার সময় পড়ে গিয়ে বিস্ফোরণ হয়। জোরাল বিস্ফোরণ ঘটে। এর জেরে গুরুতর জখম হয় ওই বালিকা সহ তিনজন। তাদের তড়িঘড়ি নন্দীগ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তমলুক জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ওই বালিকার মৃত্যু হয়।