কলকাতা: মালদাকাণ্ডে (Malda Violence) ছুটির দিনেও বিধানসভায় বিক্ষোভ বিজেপির (BJP)। বিধানসভা চত্বরে আম্বেডকর মূর্তির সামনে বিক্ষোভ। অন্যদিকে মালদায় (Malda) এসপি অফিসে রাতভর বিক্ষোভ (Agitation) বিজেপির।
মালদায় একই পরিবারের ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদে বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে রাতভর এসপি অফিস ঘেরাও।বিক্ষোভ-অবস্থান তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। ইতিমধ্যেই এসপি অপসারণের দাবি জানিয়েছে বিজেপি (BJP)। বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে চলছে ঘেরাও কর্মসূচি।মালদায় চুরির অভিযোগে ওই দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি দুই নির্যাতিতার পরিবারের। অভিযুক্ত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সবাই বিজেপির সমর্থক বলে দাবি করেছেন এসপি। এরপরই গতকাল দুপুর থেকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি শুরু করেছে বিজেপি।
এবার প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই অভিযোগ প্রকৃতই সত্য ? যদিও পরিবারের দাবি, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেইসময় চোর সন্দেহে তাঁদের বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। আর তখন ঘটনাস্থলে থেকেও 'নির্বাক দর্শক পুলিশ', এমনই অভিযোগ তুলেছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং অনুরাগ ঠাকুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত মালব্য। তিনি ট্যুইট করে গুরুতর অভিযোগ তুলেছেন,'পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যহত। মালদায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এবং এই ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল রাজ্য পুলিশ। ১৯ জুলাই সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।'
প্রসঙ্গত, রাজ্যে যখন একের পর এক অপরাধের ঘটনা ঘটছে, তখন বারবার রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এসেছে মণিপুরের অশান্তির প্রসঙ্গ। একুশে জুলাইয়ের মঞ্চেও এই প্রসঙ্গে সরব ছিলেন মমতা ও অভিষেক। আর এবার মালদা ঘটনা প্রকাশ্য আসতেই ট্যুইটে সরব কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। আদিবাসী মহিলাদের উপর নির্যাতন নিয়ে তিনি রাজ্যের শাসকদল এবং পাশাপাশি কংগ্রেসকেও তোপ দাগতে ছাড়েননি।
আরও পড়ুন, গ্রেফতারির ১ বছর, জেলের ভিতর কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায় ? জানালেন আইনজীবী
অনুরাগ ঠাকুর বলেন,'অপরাধের ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলা, ভোটের সময় বোমার খবর বেশি পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা কোথায় আছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। মালদায় দুই মহিলাকে মারতে মারতে অর্ধনগ্ন করা হয়েছে। হাওড়ার পাঁচলায় বিজেপি প্রার্থীকে বিবস্ত্র করে ঘুরিয়েছে তৃণমূলের ৪০ জন গুন্ডা। কেউ কোনও কথা বলছে না, সবাই মূক হয়ে গিয়েছেন। মমতার রাজ্যে ঘটছে একের পর এক লজ্জাজনক ঘটনা। কোথায় গেলেন মোমবাতি মিছিল করা প্রতিবাদীরা?' প্রশ্ন তোলেন তিনি।