করুণাময় সিংহ, মালদা : ব্ল্যাঙ্কেটে করে মাদক পাচারের পর্দা ফাঁস। ২ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে। কলকাতা STF-এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি। ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন কালিয়াচকের এক বাসিন্দাকে। তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় ৪৬০ গ্রাম ওজনের ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা। মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়াচকে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি। পরে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।


গত ডিসেম্বরেই ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। কোচবিহারের তুফানগঞ্জের মাদক কারবারির বাড়িতে পুলিশের হানায় উদ্ধার হয় প্রচুর ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লক্ষ টাকা। ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেষা তুফানগঞ্জের পূর্ব বালাভুত এলাকায় হামিদুল হক নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এই অভিযানে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৬ লক্ষ নগদ টাকা । তুফানগঞ্জের এসডিপিও জানিয়েছেন, খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। 


এর আগে ২০২৩ সালে নগদ ১৭ লক্ষ টাকা ও  প্রায় এক কিলো ব্রাউন সুগার সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। বাগডোগরায় গাড়ি আটক করে তল্লাশির পর উদ্ধার করা হয়। তিন জনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বাগডোগরা থানায়। 


খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ও SOG টিম তল্লাশিতে যায়। শিলিগুড়িগামী ৩১ নম্বর জাতীয় সড়কের বাগডোগরা সংলগ্ন খান্না হোটেলের সামনে একটি গাড়ি আটক করা হয়। সেই গাড়ি তল্লাশি করে ১৭ লক্ষ টাকা নগদ-সহ ৯৮৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 


মালদা থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে SOG ও বাগডোগরা থানার পুলিশ তল্লাশি অভিযানে যায়। পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে থাকা তিন ব্যক্তির নাম মোঃ রাজু শেখ, গৌতম মণ্ডল ও ভারত মণ্ডল। পুলিশ সূত্রে জানা যায়, রাজু শেখ  এই ব্রাউন সুগার পাচারের মূল পাণ্ডা। এর আগেও ব্রাউন সুগার পাচারের সঙ্গে যুক্ত থাকায় পুলিশ গ্রেফতার করেছিল বলে সূত্রের খবর।