মালদায় আজকের আবহাওয়া (Malda Weather)


২ জুন মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।


দক্ষিণবঙ্গের আবহাওয়া: সকালেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। সেই মতোই দুপুর গড়াতেই ভিজল শহর। উল্লেখ্য আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা। পাশাপাশি, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দু-দিনই বইতে পারে ঝোড়ো হাওয়া। 


অন্যান্য
সূর্যোদয়- ভোর ৫.১৫
সূর্যাস্ত- বিকেল ৬.০০
চন্দ্রোদয়- বিকেল ৫.৪০
চন্দ্রাস্ত- রাত ৪.৫৬ 


এক নজরে বঙ্গের আবহাওয়া (Weather Update)


‘অশনি’র টানে কি এবার রাজ্যে আগেই আসবে বর্ষা? এর প্রভাবে রাজ্যে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা আসতে পারে বলে অনুমান আবহবিদদের। আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের নির্ধারিত সময় ২১ থেকে ২২ মে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে। বাড়বে তাপমাত্রা। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়া।  


ভৌগোলিক অবস্থান (Malda Gepgraphical Situation) :


কলকাতা (Kolkata) থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে কালিন্দী (Kalindi River) ও মহানন্দা নদীর (Mahananda River) সঙ্গমস্থলে অবস্থিত ৩,৭৩৩,৬৬ বর্গ কিমি এলাকাজুড়ে মালদা জেলার (Malda District) অবস্থান। এর দক্ষিণে (South) রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad), উত্তরে উত্তর দিনাজপুর (North Dinajpur) এবং পূর্বে বাংলাদেশ (Bangladesh) এবং উত্তর-পূর্বে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) । পশ্চিম দিক ঝাড়খণ্ড (Jharkhand) ও বিহারের (Bihar) সঙ্গে সীমানা ভাগ করেছে মালদা। ভূমিরূপ প্রধানত সমতল হলেও কিছু জায়গায় উঁচু-নিচু রয়েছে। নদী বেষ্টিত হওয়ার কারণে এবং গঙ্গার পলি মাটির কারণে চাষের দিক থেকেও সমৃদ্ধ এই জেলা । 


আপেক্ষিক জলবায়ু:
মালদা মূলত চরম জলবায়ুর (Extreme Climate) জেলা অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রারও ব্যাপক পরিবর্তন ঘটে। গ্রীষ্মে অতি গরম এবং শীতে অতিরিক্ত ঠাণ্ডা। বর্ষায় ভারী বৃষ্টিপাত।


তথ্য সূত্র: mausam.imd.gov.in


আরও পড়ুন: Purba Medinipur Weather:  আজ ও আগামীকাল মেঘলা আকাশ তবে বৃষ্টির সম্ভাবনা নেই