মালদায় আজকের আবহাওয়া (Malda Weather)


৮ অগাস্ট মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বৃষ্টিপাতের পরিমান ১০মিলিমিটার আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।


উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে জুলাইয়ের প্রথম ১৫ দিনে বৃষ্টির দেখা নেই। গরমে হাঁসফাঁস অবস্থা কোচবহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। কোথাও গরমের কারণে সকালে শুরু হচ্ছে স্কুলের ক্লাস। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।


অন্যান্য
সূর্যোদয়- ভোর ৫.১৫
সূর্যাস্ত- বিকেল ৬.০০
চন্দ্রোদয়- বিকেল ৫.৪০
চন্দ্রাস্ত- রাত ৪.৫৬ 


এক নজরে বঙ্গের আবহাওয়া (Weather Update)


উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। তার জেরে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে লাল সতর্কতা। দিঘায় সকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। পূর্ণিমার ভরা কটালের জেরে জলোচ্ছ্বাসের সম্ভাবনা।  সমুদ্রস্নানে জারি হয়েছে নিষেধাজ্ঞা। গার্ডওয়ালের ধার থেকেও পর্যটকদের সরিয়ে দেয় পুলিশ। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে মাইকে প্রচার করে মত্স্যজীবীদের সতর্ক করা হচ্ছে। জলপথে প্রচার চালাচ্ছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। সুন্দরবন কোস্টাল থানার তরফে গোসাবাতেও চলছে মাইকে প্রচার।


ভৌগোলিক অবস্থান (Malda Gepgraphical Situation) :


কলকাতা (Kolkata) থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে কালিন্দী (Kalindi River) ও মহানন্দা নদীর (Mahananda River) সঙ্গমস্থলে অবস্থিত ৩,৭৩৩,৬৬ বর্গ কিমি এলাকাজুড়ে মালদা জেলার (Malda District) অবস্থান। এর দক্ষিণে (South) রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad), উত্তরে উত্তর দিনাজপুর (North Dinajpur) এবং পূর্বে বাংলাদেশ (Bangladesh) এবং উত্তর-পূর্বে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) । পশ্চিম দিক ঝাড়খণ্ড (Jharkhand) ও বিহারের (Bihar) সঙ্গে সীমানা ভাগ করেছে মালদা। ভূমিরূপ প্রধানত সমতল হলেও কিছু জায়গায় উঁচু-নিচু রয়েছে। নদী বেষ্টিত হওয়ার কারণে এবং গঙ্গার পলি মাটির কারণে চাষের দিক থেকেও সমৃদ্ধ এই জেলা । 


আপেক্ষিক জলবায়ু:
মালদা মূলত চরম জলবায়ুর (Extreme Climate) জেলা অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রারও ব্যাপক পরিবর্তন ঘটে। গ্রীষ্মে অতি গরম এবং শীতে অতিরিক্ত ঠাণ্ডা। বর্ষায় ভারী বৃষ্টিপাত।


তথ্য সূত্র: mausam.imd.gov.in


আরও পড়ুন: Murshidabad Weather Update: রৌদ্র-ছায়ার লুকোচুরি দিনভর, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে, তীব্র দাবদাহ থেকে মিলবে স্বস্তি