অভিজিৎ চৌধুরী, মালদা  :  অযোধ্যায় ( Ayodhya ) রাম মন্দির ( Ram Mandir )  উদ্বোধন অনুষ্ঠানে সামিল হতে সাইকেল চালিয়ে মালদা থেকে উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা দিলেন দুই যুবক। আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে রামলালা মন্দিরের। ইতিমধ্যে গোটা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেন সাইকেলে চড়ে রামমন্দির চললেন মালদার দুই যুবক? জানা গেল, ধর্মীয় কারণে নয়, মাদক বিরোধী বার্তা দিতেই সাইকেল চেপে রাম মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন ওই দুই যুবক ।


মালদা শহরের মহানন্দা পল্লীর বাসিন্দা রবি বিশ্বকর্মা  এবং সুকান্ত পল্লীর বাসিন্দা অভিজিৎ বাঁশফোর। মঙ্গলবার দুপুরে মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে সাইকেল চালিয়ে রাম মন্দিরের উদ্দেশে রওনা দিলেন তাঁরা। জানিয়েছেন প্রায় সাড়ে আটশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে সাইকেলে চড়েই। লক্ষ্য, ১৫ দিনে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরে পৌঁছানো। 


রামমন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে, তত দ্রুত পাল্টে যাচ্ছে এই অযোধ্য়ার রূপ! দূরদূরান্ত থেকে মানুষ আসছেন অযোধ্যায়। এখন থেকেই অযোধ্য়ায়  দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন বহু মানুষ। সারা ভারতের নজর এখন অযোধ্যার দিকে। গোটা দেশ এখন রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়। শুধু হিন্দুরাই নন, জাতি-ধর্ম নির্বিশেষে বহু মানুষের গন্তব্য এখন রাম জন্মভূমি। তাই মাদকবিরোধী বার্তা প্রচারের আলোয় আনতে ও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে রাম মন্দির যাত্রাকেই বেছে নিয়েছেন দুই যুবক। আর সাইকেলে চেপে রামমন্দির গেলে, তা আরও নজরে আসবে নিঃসন্দেহে। এখন এই দুই বাঙালি যুবকের যাত্রার উদ্দেশ্য কতটা সফল হয় সেটাই দেখার। 
আরও পড়ুন : হনুমানজীর ভক্ত অথচ এই কথাগুলি জানেন না? 


বাঙালি ভ্রমণপিপাসু। আর বহু বাঙালিরই পছন্দ কাশীধাম। ইদানীং কাশী ঘুরতে গেলে সঙ্গে একবার অযোধ্যা ঘুরে আসারও পরিকল্পনা করছেন অনেকে। তাই অযোধ্যায় এখন থেকেই দেখা যাচ্ছে বাঙালি পর্যটকদের। 


২২ জানুয়ারি উদ্বোধন, তার আগে অযোধ্যাজুড়ে এখন রাজসূয় যজ্ঞের আবহ। স্টেশন থেকে বিমানবন্দর, সবকিছুতেই রামমন্দিরের ছোঁয়া।
মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হচ্ছে চারপাশ । অযোধ্য়ায় রাম মন্দির উদ্বোধনের আগে সেজে উঠেছে সূর্যকুণ্ড। যাতে প্রায় ১৪ কোটি টাকা খরচ করেছে উত্তর প্রদেশ সরকার। রামের বিভিন্ন ছবি, মধুবনি আর্টে সাজছে গুরু বশিষ্ঠ চকও। সবমিলিয়ে তুঙ্গে প্রস্তুতি।