করুণাময় সিংহ, মালদা : গিয়েছিলেন কাজের সন্ধানে। মাসের শেষে কিছু টাকা পাঠিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবেন বলেই এত কষ্ট। না, তা আর হল না। কাজ করতে গিয়ে প্রাণগুলোই চলে গেল বেঘোরে। বুধবার মিজোরামে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল  বহু শ্রমিকদের। একটি নির্মীয়মাণ  ব্রিজ ভেঙে পড়ে ( Mizoram Bridge Collapse) মৃতদের অধিকাংশই এই রাজ্যের শ্রমিক। বাড়ি মালদায়। 


বাংলা থেকে কাজের সন্ধানে উত্তরপূর্ব ভারতের যাওয়া মালদার বেশ কিছু শ্রমিকের আর ঘরে ফেরা হল না।  সেই ব্রিজে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন মালদার পুখুরিয়া থানার চোদুয়ার গ্রামের  বহু শ্রমিক। 


মালদা ( Malda) জেলা শাসক নীতিন সিংহানিয়া আরও জানিয়েছেন, মিজোরামের দুর্ঘটনায় এখনো পর্যন্ত মালদা জেলারই ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা। মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশে প্রশাসন সমস্ত রকম সহযোগিতা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। 

ঘরের মানুষগুলোর এভাবে চলে যাওয়ার খবরে শোকে পাথর তাঁদের পরিবার। এলাকায় পড়ে গিয়েছে কান্নার রোল। এক দুর্ঘটনা কেড়ে নিল এতগুলো পরিবারের রোজগেরে মানুষগুলোকে। এরপর কীভাবে চলবে সংসার ? কে দাঁড়াবে পাশে? আতঙ্কে তাঁরা। 


ইতিমধ্যেই স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে সাহায্যের আশ্বাস দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ''মৃতদের মধ্যে অনেকেই মালদার বাসিন্দা । মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার জন্য মালদা জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে'।