করুণাময় সিংহ, মালদা: রাতভর বৃষ্টির (rain) জের। জল থইথই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Malda Medical College and Hospital)। জরুরি বিভাগ (Emergency) থেকে শুরু করে একাধিক ওয়ার্ড ডুবল জলে। প্রবল সমস্যায় রোগী (patients) ও স্বাস্থ্য কর্মীরা (health workers)। ইংরেজবাজার পুরসভার (English Bazar Municipality) বেশ কয়েকটি ওয়ার্ডেও জল জমেছে। দ্রুত জল নামানোর ব্যবস্থা করা হচ্ছে, আশ্বাস ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের।


ভারী বৃষ্টি, জলমগ্ন হাসপাতাল


দূরদূরান্ত থেকে, যেখানে অসুস্থ মানুষ চিকিৎসা করাতে আসেন, সেখানে এখন সাংঘাতিক অবস্থা। জল থই থই চারিদিক। মালদা মেডিক্যাল কলেজের, ইমার্জেন্সি থেকে শুরু করে, একাধিক ওয়ার্ডে জল থইথই করছে। নিম্নচাপের বৃষ্টিতে মঙ্গলবার রাত থেকেই জল জমতে শুরু করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। বুধবার সকালে জল ঢুকে যায় হাসপাতালের ভিতরেও। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন হাসপাতালের কর্মী থেকে রোগীর আত্মীয়রা।


মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যকর্মী প্রসেনজিৎ দাসের কথায়, 'মেডিক্যাল কলেজে জল ঢুকেছে। কাজ করতে ভীষণই অসুবিধে হচ্ছে।' মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, হাসপাতালের কয়েকটি ওয়ার্ডে জল ঢুকেছে। ড্রেন পরিষ্কার করে জল নামানো হচ্ছে। তবে পরিষেবা অব্যাহত রয়েছে।


হাসপাতালের পাশাপাশি, হাঁটু সমান জল জমেছে রথবাড়ি সবজি বাজারে। ইংরেজবাজারের ব্যবসায়ী নাড়ু দাস বলেন, 'এটা প্রতি বছরের সমস্যা। দোকানে জল ঢুকে যায়। সময়মতো ড্রেন পরিষ্কার হয় না। তাই এত ভোগান্তি।' ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, 'নিচু এলাকায় জল জমে এই সমস্যা সৃষ্টি হয়। জল বের করার ব্যবস্থা করছি।' এই দুর্ভোগ কবে কাটবে, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।


আরও পড়ুন: Pashchim Bardhaman: এবার দুর্গাপুর পুরসভায় অনলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদন, শুরু 'সিঙ্গল উইন্ডো সিস্টেম'


অন্যদিকে আজকের আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ থেকে সাত জেলায়। রবিবার উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে তৈরি হতে পারে নিম্নচাপ। তখন ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে।


মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে সক্রিয়। পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত। আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।