করুণাময় সিংহ, মালদা: ফের মালদায় রাতের অন্ধকারে শ্যুটআউট (Malda Shootout)। এইবারে গুলিবিদ্ধ হলেন এক ঠিকাদার শ্রমিক। তিনি চিকিৎসাধীন মালদা মেডিকেলে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদা জেলার কালিয়াচক থানার (Malda Kaliachak Police Station) দারিয়াপুর এলাকায়।


টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে বিবাদ


পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ঠিকাদার শ্রমিকের নাম শামসুল হক। বয়স হয়েছিল ৩০ বছর। বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার মোজমপুর এলাকায়। অভিযুক্তের নাম রেজাউল হক বাড়ি কালিয়াচক থানা চাঁদপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরেই শামসুল হকের সঙ্গে অভিযুক্ত যুবক রেজাউল হকের ভিন রাজ্যের শ্রমিক পাঠানো নিয়ে দুই ঠিকাদার শ্রমিকের মধ্যে টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে বিবাদ চলছিল।


 রাতের অন্ধকারে চলল গুলি


এদিকে, সেই বিবাদকে কেন্দ্র করে গতকাল রাতে শামসুল হক নামে ওই ঠিকাদার শ্রমিক কালিয়াচকের দারিয়াপুর এলাকায় এসেছিল। সেই সময় অভিযুক্ত যুবক রেজাউল হক তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি গিয়ে লাগে শামসুল হকের বাম পায়ে। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।


তদন্তে কালিয়াচক থানার পুলিশ


সেইখান থেকে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে গুলিবিদ্ধ ঠিকাদার শ্রমিককে। এই ঘটনায় ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয়নি গুলিবিদ্ধ শ্রমিক ও তার পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।


মালদায় আরও 'অপরাধ'


এদিকে দুদিন আগেই এই জেলায় আরও একটি অপরাধের ঘটনা ঘটেছে। মালদার স্কুলে, ভরা ক্লাসে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। 'ছেলে নিখোঁজ' এমনই দাবিতে পুরাতন মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে ঢুকে ভয়াবহকাণ্ড ঘটিয়েছিলেন এক ব্যক্তি। অস্ত্র হাতে ভরা ক্লাসরুমে ঢুকে পড়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েছিল ছাত্র এবং অভিভাবকরা। ইতিমধ্যেই পুলিশ গিয়ে আগ্নেয়াস্ত্র (Fire Arms) সহ ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করে। 


আরও পড়ুন, 'কেউ দোষ করলে, শাস্তি হবে', 'সুপ্রিম' নির্দেশে প্রতিক্রিয়া কুণালের


নিরাপত্তা নিয়ে প্রশ্ন


এদিকে, চলতি মাসেই মালদাতে (Malda) উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। গ্রেফতার (Arrest) করা হয়েছিল ২ পাচারকারীকে। গোপন সূত্রে খবর পেয়ে, মালদার মানিকচক থানার গঙ্গাঘাট এলাকায় অভিযান চালািয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (West Bengal Police Special Task Force)। তল্লাশির মাঝে অস্ত্রসহ হাতেনাতে ধরা পড়ে গিয়েছিল দুই পাচারকারী। তাদের থেকে একটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়। অস্ত্রের পাশাপাশি দু'টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড কার্তুজও উদ্ধার হয়। তবে এবার পঞ্চায়েত ভোটের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।