অভিজিৎ চৌধুরী, মালদা: দীর্ঘ অবসানের পর উদ্বোধন হল রথবাড়ি (Rath Bari) আন্ডারপাসের। নারকেল ফাটিয়ে উদ্বোধন হয় আন্ডারপাসের (Underpass)। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ মালদা (Malda) শহরের রথবাড়ি এলাকায় বহু প্রতীক্ষিত আন্ডারপাসের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন, উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, মালদা ডিআরএম যতীন্দ্র কুমার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর সুতপা দাস ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি ছিল আন্ডারপাসের। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। উদ্বোধনের পর ডিআরএমের গাড়িতে চেপে উত্তর এবং দক্ষিণ ও উত্তর মালদা কেন্দ্রের সাংসদ আন্ডারপাস দিয়ে যাত্রা করেন। অন্য গাড়িতে চেপে আন্ডারপাস দিয়ে যাত্রা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান আধিকারিকরা। পুজোর আগে আন্ডারপাস চালু হাওয়ায় সুবিধা হবে দর্শনার্থীদেরও।


মহালয়ার আগেই যান চলাচল টালায়


মহালয়ার (Mahalaya) আগের দিনই চালু হয়ে গিয়েছিল টালা ব্রিজ। গত শনিবার থেকেই টালা ব্রিজে শুরু হল যান চলাচল। তবে আপাতত শুধুমাত্র ছোট গাড়িই চলবে। কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, ২৯ সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থীর দিন থেকে শুরু হবে টালা ব্রিজে বাস চলাচল (Bus Services to be Resumed)। ভারী গাড়ি সহ বাকি গাড়ি চলাচল শুরু হবে ৬ অক্টোবর থেকে। 


খুশি উত্তর কলকাতার বাসিন্দারা









নতুন টালা ব্রিজ


২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত হয়। ২০১৯-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ লেনের ৮০০ মিটার লম্বা নতুন টালা ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। এই সেতু ১২টি স্তম্ভের ওপর তৈরি। এর আগে টালা ব্রিজের ওপর একটি বাস স্ট্যান্ড ছিল। নতুন ব্রিজে তা সরিয়ে দেওয়া হয়েছে।