করুণাময় সিংহ, মালদা: আরও এক তৃণমূল বিধায়কের (TMC MLA) মুখে শোনা গেল বাঁশ-দাওয়াই। এবার, বিরোধীদের হাত খসানোর, পা কেটে নেওয়ার হুমকি দিলেন মালদার মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি ( Abdur Rahim Bakshi)। লোকসভা ভোটের পর তো গর্তে ঢুকে গিয়েছিলেন, পাল্টা নিশানা দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
ঠিক কী বলেছেন আব্দুর রহিম বক্সি? তৃণমূল বিধায়ক বলেন, “জেনে রাখুন বিজেপির বন্ধু, জেনে রাখুন সিপিএমের বন্ধু, জেনে রাখেন কংগ্রেসের বন্ধুরা, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সে...চুপ করে বসে আছে। হাতে বালা পরে নয়। বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে। বাঁশ দেখালে পা কেটে নেওয়া হবে।’’
রাজনৈতিক বাগযুদ্ধের পারদ চড়ছে: বছর ঘুরলে আরেকটা পঞ্চায়েত ভোট। কিন্তু, এখন থেকেই চড়তে শুরু করেছে রাজনৈতিক বাগযুদ্ধের পারদ। সেই আঁচ আরও একটু বাড়িয়ে এবার বিরোধীদের হাত খসানোর, পা কেটে নেওয়ার হুমকি দিলেন মালদার মালতিপুরের তৃণমূল বিধায়ক। মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, “আসুন, কত শক্তি আছে পঞ্চায়েত নির্বাচনে বুথে নেমে দেখান। বুথে কারা প্রতিরোধ গড়ে তুলছে। জন সাধারণ আপনাদের ছুড়ে ফেলে দেবে। বাঁশের বদলে বাঁশ বদলা দেবে আপনাদেরকে। আপনাদের লাঠির বদলে লাঠি বদলা দেবে।’’
তৃণমূল বিধায়কের ‘বাঁশ’ হুমকি নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আপনে ঘরমে কুত্তা ভি শের হোতা হে। ওরা নিজের এলাকায় বড় বড় বীর। লোকসভা নির্বাচনের পর এরা সব বড় বড় গর্তে ঢুকে গিয়েছিল। সময় আসবে, মানুষ এগুলোর জবাব দেবে।’’ বিতর্কের মুখেও অবশ্য নিজের অবস্থানে অনড় মালতিপুরের তৃণমূল বিধায়ক।
এর আগে বিজেপি, তৃণমূলের একাধিক নেতার মুখে শোনা গেছে বাঁশ-হুঁশিয়ারি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির দিলীপ ঘোষ বলেছিলেন, “এখন থেকে বাঁশ কেটে রাখুন। শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন। চাঁছবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন। মারলে গায়ে দাগ থাকবে।’’ একইরকম কথা শোনা গিয়েছিল মদন মিত্রর গলাতেও। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “রাজনৈতিক দলের নেতা বলছে, পুজোর আগে কচি কচি বাঁশ কিনছি। আমি বললাম, উনি বাঁশ গাছের ব্যবহারটা ভাল জানেন। উনি কিনুন, আমি ব্যবহার করে দেখিয়ে দেব।’’ এবার সেই তালিকায় নাম লেখালেন মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক।
আরও পড়ুন: Job Seekers Protest: রাস্তাতেই কাটবে এবারের পুজো? ৫৬০ দিনের বেশি আন্দোলন এসএসসি চাকরিপ্রার্থীদের