করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: জমি বিবাদ ঘিরে শ্যুটআউট মালদার (Malda Shootout) হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম তালপুর গ্রামে। ঘটনায় গুলিবিদ্ধ হন ২ ব্যক্তি। জখম ২ জন হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন।


কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শৌচালয় নির্মাণ ঘিরে বিবাদকে কেন্দ্র করে এদিন গুলি চলে মালদায়। গুলিবিদ্ধ দুজন বাবা ও ছেলে। গুলি চালানোর অভিযোগ দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ। আপাতত যা জানা গেছে, তাতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা-ছেলে। গুলি চালানোর অভিযোগ ওঠে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। খবর পেতেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলশুর গ্রামের ঘটনা। গুলিবিদ্ধ দুই ব্যক্তির নাম সাইজুল হক এবং আব্দুল রহিম। সাইজুলের বয়স ৫২ বছর, আব্দুল ৩২ বছর। গুলি চালানোয় অভিযুক্ত প্রতিবেশী হাসান আলি আহমেদ, বজলুর রহমানের বিরুদ্ধে। সূত্রের খবর, সাইজুল হকদের জমিতে শৌচালয় নির্মাণ নিয়ে অভিযুক্ত প্রতিবেশিদের সঙ্গে বিবাদ হয়। সেই বিবাদের জেরে অভিযুক্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ। জখম ২ ব্যক্তি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। গুলি চালানোর পর স্থানীয়রা ধাওয়া করলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে খবর। সমগ্র ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঠিক মাসখানেক আগে, মালদার ইংরেজবাজার থানার সুস্তানি মোড়ে বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি চলে। গুলিবিদ্ধ হন শফিকুল ইসলাম নামে এক প্লাস্টিক ব্যবসায়ী। মালদা শহরের দিকে আসার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা।

বার বার শ্যুটআউট...
গুলিতে আহত ব্যবসায়ীর চিকিৎসা চলছে স্থানীয় একটি নার্সিংহোমে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি, প্রাথমিক অনুমান পুলিশের। যদিও সবদিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেপুলিশ। স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যবসায়রীর নাম সফিকুল ইসলাম। মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায় তাঁর বাড়ি। বাড়ি থেকে মালদা শহরের দিকে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। বাইক নিয়ে যাওয়ার পথে সেই সময়ই ইংরেজবাজার থানার সুস্তানি মোড়ে দুষ্কৃতীরা গুলি ছোড়ে তাঁকে লক্ষ্য করে। গত বছরের মাঝামাঝি মদের আসরে দুই বন্ধুর বচসার জেরে চলেছিল গুলি মালদায়। ইংরেজবাজার থানার নঘরিয়া গ্রামে যে ঘটনা ঘটেছিল। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় গত কয়েক মাসে একাধিক শুটআউটের ঘটনা ঘটে। এর আগে দুই ব্যবসায়ীর বিবাদে হাওড়ার ডোমজুড়ে শ্যুটআউট হয়। ডোমজুড়ের জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে জমি দখলকে কেন্দ্র করে বিবাদে চলল গুলি চলেছিল।


আরও পড়ুন:সায় নেই পরিবারের, নিজেরাই পরিণতি দিলেন সম্পর্ককে, মালদায় মন্দিরে বিয়ে সারলেন দুই তরুণী