করুণাময় সিংহ, মালদা: জাতি শংসাপত্র জাল করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ। মালদার রসিদাবাদ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের। তৃণমূলের লাভলি খাতুনের প্রধান পদ বাতিলের প্রক্রিয়া শুরু। অভিযুক্ত প্রধানকে শোকজ করলেন মহকুমা শাসক। কেন প্রধান পদ বাতিল হবে না, ৭ দিনের মধ্যে প্রধানের জবাব তলব। 

Continues below advertisement

 জাতি সংসাপত্র বাতিল হওয়া তৃণমূল প্রধানের প্রধান পদ  বাতিলের প্রক্রিয়া শুরু। কেন তার প্রধান পথ বাতিল করা হবে না সাত দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানকে শোকজ নোটিশ ধরালো চাঁচলের মহকুমা শাসক। এদিকে এই ঘটনা সামনে আসতেই দায় ঝেড়ে ফেলছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল প্রধানের গ্রেফতারি সিবিআই তদন্ত সহ তৃণমূলকে তীব্র আক্রমণে বিরোধীরা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলী খাতুন। যিনি কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে  দল বদল করে তৃণমূলের সমর্থনে প্রধান হন। তার সঙ্গে প্রতিদ্বন্দিতা করে হেরে যাওয়া তৃণমূল প্রার্থী রেহেনা সুলতানা সহ আরো কয়েকজন হাইকোর্টে মামলা দায়ের করেন । তাঁদের অভিযোগ ছিল জাল নথিপত্র দিয়ে ওবিসি শংসাপত্র জাল করেছেন লাভলি খাতুন।

Continues below advertisement

বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির পর চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় জাল ওবিসি শংসাপত্র নিয়ে অভিযোগে দুইবার শুনানি করেন।সেই শুনানির ভিত্তিতে প্রমাণ হয় লাভলী খাতুন ভুয়ো ভাবে সাক্ষী  ব্যবহার করে এই শংসাপত্র বের করে ছিলেন। মহকুমা শাসক শংসাপত্র বাতিল করেন। চাঁচলের মহকুমা শাসক এবার শোকজ নোটিশ দিয়েছেন লাভলী খাতুনকে।সাত দিনের সময়ে জবাব দেওয়ার পর ফের শুনানি হবে। 

 অন্যদিকে তৃণমূলের দাবি কংগ্রেসের প্রতীকে যিনি জিতে ছিলেন তিনি তৃণমূলের কেউ নন। প্রশাসন কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করছে। পাল্টা বিজেপির অভিযোগ দুই বছর সমর্থন করার পর এখন দায় ঝাড়লে চলবে না। সিবিআই তদন্ত হলে সব স্পষ্ট হবে। কংগ্রেস এবং সিপিএমের দাবি সব হয়েছে তৃণমূলের মদতে পরিকল্পনায়। দ্রুত গ্রেপ্তার হওয়া উচিত। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন, প্রাক্তন পুলিশ কর্মীর আবাসনে চড়াও TMC-র পঞ্চায়েত সদস্য ! 'চড়' কষালেন মেয়েদেরকে ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)