করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মিটলেও বোমার স্তূপে মালদা (Malda)। জেলার বিভিন্ন প্রান্ত থেকে চলছে বোমা উদ্ধার। এভাবে একের পর এক বোমা উদ্ধারে ভীত-সন্ত্রস্ত গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের জন্যই এত বোমা মজুত করা হয়েছিল বলে তাদের আশঙ্কা। কে বা কারা বোমা মজুত করেছিল, তা নিয়ে চলছে শাসক-বিরোধী তরজা।
বোমার স্তূপে মালদা: বাগানের মধ্যে বোমার স্তূপ, চাষের খেতে মজুত বোমা। ভোটপর্ব শুরু হওয়ার আগে থেকেই জেলায় জেলায় চলছে বোমা উদ্ধার। মালদায় একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি জায়গা থেকে বোমা উদ্ধার করল পুলিশ। বৈষ্ণবনগরের চন্দ্র মোহনদাস গ্রাম। সেখানে লিচু বাগানের মধ্যে দু'টি বস্তায় রাখা ছিল বোমা। শুক্রবার গ্রামবাসীদের চোখে পড়ে। পরে পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে। বোমা নিষ্ক্রিয় করতে বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেওয়া হয়। অন্যদিকে, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পিছনেই ধান জমি। সেখানে জমির মধ্যে লুকোনো ছিল ৩টি তাজা বোমা। শুক্রবার স্থানীয়রাই থানায় খবর দেন। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। পঞ্চায়েত ভোট শুরুর আগেও মালদায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে।
২২ জুন ২০২৩ রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামে চাষের জমিতে ৫০-টির মতো কৌটো বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ১৩ জুলাই ২০২৩ ভোটের এক সপ্তাহ পর, চাঁচলে বোমা উদ্ধার হয় স্কুলের মধ্যে থেকে। অন্য়দিকে, কালিয়াচকে বোমা বাঁধতে গিয়ে মৃত্য়ু হয় একজনের। এবার বৈষ্ণবনগর ও হরিশ্চন্দ্রপুরে বোমা উদ্ধার হল। ভোটপর্ব মিটেছে। তারপরও মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক কাটছে না মালদাবাসীর।
এদিকে দু'জায়গা থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় মালদায় গ্রেফতার ৩। পুলিশের দাবি, ধৃতের জাল নোটের পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজারের বাঁধাপুকুর মোড় থেকে দু'জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। তৃতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয় কালিয়াচক থেকে। পুলিশ সূত্রে খবর, ইংরেজবাজারের বাঁধাপুকুর মোড় থেকে ধৃত ২ জন বিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় বলে খবর। এসটিএফ সূত্রে খবর, জাল নোটগুলি কালিয়াচক থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্য দিকে, কালিয়াচক থেকেও ১ লক্ষ ৯৮ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। কালিয়াচকের নলদাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে রবিউল মিঞাঁ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Birbhum News: জমি দখলের চেষ্টার অভিযোগ, TMC কাউন্সিলরকে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের