করুণাময় সিংহ, মালদা: মালদায় খুন তৃণমূল কর্মী আতাউল হক। ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত জাকির শেখ। তৃণমূল কর্মী খুনের ৩ দিনের মাথায় গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। এর আগে গত ১৫ জানুয়ারি জাকির ঘনিষ্ঠ আমির হামজাকে গ্রেফতার করা হয়। এবার জালে আসল মাথা। 

ঠিক কী ঘটেছিল? 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ কালিয়াচকের সালেপুরে পঞ্চায়েতের তৈরি রাস্তার শিলান্য়াসে যান তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। সঙ্গে ছিলেন তাঁর ভাই এসারউদ্দিন ও তৃণমূল কর্মী আতাউল হক ওরফে হাসু। ফেরার সময়, ১২ নম্বর জাতীয় সড়কের লাগোয়া রাস্তায় তাঁদের ওপর হামলা চালায় ১০-১৫ জন। বেধড়ক মারধর করা হয় অঞ্চল সভাপতি, তাঁর ভাই ও তৃণমূল কর্মীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী আতাউল হক ওরফে হাসুর। স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের রাশ কার হাতে থাকবে এবং এলাকার দখলদারি কে নেবে মূলত এই নিয়েই দুই তৃণমূল নেতা বকুল শেখ এবং জাকির শেখের বিবাদ। ২০১৬ সালে প্রায় একই সময়ে তৃণমূলে যোগ দেন বকুল শেখ ও জাকির শেখ। মাঝে জাকির কিছুদিনের জন্য় তৃণমূল ছে়ড়ে কংগ্রেসে যান। ২০২৪-এর ২৪ অক্টোবর জাকিরের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে। সেই সময়কার ছবিতে মঞ্চে দেখা গেছিল মালদা জেলার তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সীকে। কিন্তু এখন সেই জাকিরের বিরুদ্ধেই তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ ওঠার পর, তাঁকে চিনতেই পারেননি না তৃণমূলের সেই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। 

এর আগে জাকির শেখের খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালায় পুলিশ। মুর্শিদাবাদ থেকে স্নিফার ডগ নিয়ে আসে পুলিশ। কালিয়াচক থেকে সুজাপুরের দিকে জাতীয় সড়ক ধরে অনেকখানি দৌঁড়ে এসে এই আমবাগানের কাছে এসে পুলিশ কুকুর দাঁড়িয়ে যায়। এছাড়াও আনা হয়েছে ড্রোন। ঘটনাস্থলের আশেপাশে বেশ কয়েকটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। তার বেশ কয়েকটির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

২ জানুয়ারি খুন হন তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকার। গ্রেফতার হন তৃণমূলেরই আরেক দাপুটে নেতা। নিহত কিংবা আহতদের দেহে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে মঙ্গলবার দাবি করেছিলেন মালদার পুলিশ সুপার। যদিও আহত তৃণমূল নেতার পরিবারের দাবি, হামলা চালানো হয়েছিল আগ্নেয়াস্ত্র হাতে। হামলার মুহূর্তের ছবিতে একজনের হাতে দেখা গেছে আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থলেও পড়ে থাকতে দেখা গেছে গুলি। নিহত তৃণমূল কর্মীর মেয়ে বলেন, "৩টে গুলি লেগেছে। আমরা শাস্তি চাই। নাসিমের শাস্তি চাই। জাকিরের শাস্তি চাই। আমরা শাস্তি চাই।''

আরও পড়ুন: Midnapore Medical college: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল CID