কলকাতা: অনুব্রতর (Anubrata Mandal) পাশে মমতা, আমার কেউ খোঁজ নিচ্ছে? জেলে আইনজীবীর কাছে জানতে চাইলেন পার্থ (Partha Chatterjee)। ‘দলের নেতারা কেউ কি কোনও খোঁজখবর নিচ্ছেন? আইনজীবীর কাছে জানতে চাইলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তাঁর আইনজীবী। ‘বেহালার কিছু নিচুতলার কর্মী খোঁজ নিয়েছেন। কোনও নেতা খোঁজ নেননি, নিজের মামলা নিয়ে ভাবুন।’ পার্থ চট্টোপাধ্যায়কেকে পরামর্শ দেন আইনজীবী। আজ অরবিন্দ ভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যেতে চাইলেন না পার্থ। 


ভিন্ন অবস্থান: দুর্নীতির মামলায় ধৃত, পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে, তৃণমূলের ভিন্ন অবস্থান ফের সামনে চলে এল। সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্সি জেলে গেলেও, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেননি শশী পাঁজা, মালা রায়রা। এর আগে রবিবার বেহালার সভা থেকে অনুব্রতর পাশে দাঁড়ালেও, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 


অনুব্রতর পাশে দাঁড়ান খোদ তৃণমূলনেত্রী: পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর, তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল। সরিয়ে দেওয়া হয়েছে দল ও সরকারের সমস্ত পদ থেকে। এই প্রেক্ষাপটে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল, তাঁকে নিয়ে তৃণমূল কী অবস্থান নেবে? কিন্তু, রবিবার জল্পনার অবসান ঘটিয়ে, সরাসরি অনুব্রতর পাশে দাঁড়ান খোদ তৃণমূলনেত্রী। 


দলনেত্রীর পাশে থাকার খবর পৌঁছেছে সিবিআই হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের কাছে। এতে তাঁর আত্মবিশ্বাস বেড়েছে বলে জানিয়েছেন, অনুব্রতর আইনজীবী।অনুব্রত মণ্ডলের আইনজীবী  অনির্বাণ গুহঠাকুরতা এ প্রসঙ্গে বলেন, ওনার অ্যারেস্ট সম্বন্ধে বলেছেন, যে এটা অত্যন্ত অন্যায়ভাবে অ্যারেস্ট হয়েছেন, যেটা আমরা আদালতেও বারবার বলেছি।তাতে ওনার আত্মবিশ্বাস অবশ্যই, নিজের দলনেত্রী ওনাকে সাপোর্ট করেছেন, তাতে ওনার  আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে।


পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে উল্টো ছবি: এর আগে নিয়োগ-দুর্নীতির মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দেখা গেছিল সম্পূর্ণ উল্টো ছবি। তাঁর গ্রেফতারির পর, তৃণমূলনেত্রীর মুখে শোনা গেছিল এই বার্তা।


মমতা বন্দ্যোপাধ্যায় যখন জোরালভাবে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াচ্ছেন, তখন সূত্রের খবর, সোমবার পার্থ চট্টোপাধ্যায় তাঁর আইনজীবীর কাছে জানতে চান দলের তরফে কেউ কোনও খোঁজ নিয়েছে কি না?


উত্তরে আইনজীবী বলেন, দলের শীর্ষ নেতৃত্ব কোনও খোঁজ-খবর নেয়নি। তবে, নিচুতলার কর্মীদের কয়েকজন খোঁজ নিয়েছেন। এ’কথা শুনে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। তখন আইনজীবী বলেন, এখন কেসের দিকে নজর দিন।


জেলবন্দি সতীর্থর সঙ্গে দেখা করতে চাননি কেউ: সোমবার, স্বাধীনতা দিবসের সকালে প্রেসিডেন্সি জেলে জাতীয় পতাকা তোলা হয়। উপস্থিত ছিলেন শশী পাঁজা, মালা রায়রা। সূত্রের খবর, জেল কর্তৃপক্ষ পার্থ চট্টোপাধ্যায়কে বলেছিল, তিনি অরবিন্দ ভবনের সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কিন্তু, পার্থ চট্টোপাধ্যায় সেখানে যাননি। দিনভর নিজের সেলেই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, জেলবন্দি সতীর্থর সঙ্গে দেখা করতে চাননি বর্তমান শশী পাঁজা, মালা রায়রাও।