কলকাতাঃ 'ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ', বিস্ফোরক দাবি বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র (Soumitra Khan)। সৌমিত্র খাঁ এদিন বলেন,'তৃণমূল কংগ্রেসের শস্যের মধ্যে ভূত রয়েছে। ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। উনি জেলে থাকাকালীন, যেখানে দেওয়ার দিয়ে দিয়েছেন।আরও অনেকে তৃণমূলে থেকে তথ্য পৌঁছে দিচ্ছেন। পার্থ-র টাকা কোথায় আছে, সেই তথ্যও পৌঁছে যাচ্ছে।'


'সার্কাসের জোকারের কোনও গুরুত্ব আছে!  ওর মন থেকে ভাল নেই। ও বিজেপিতে থাকতে পারছে না'


এদিকে কথা প্রকাশ্যে আসতেই কুণাল ঘোষও পাল্টা নিশানা করেছেন। তিনি বলেছেন, 'সার্কাসের জোকারের কোনও গুরুত্ব আছে! আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, দলনেত্রীর কাছে অভিযোগ জানান। কুণাল ঘোষ বলেন, আমি একটাই খবর পেয়েছিলাম যে, সৌমিত্র খানের স্ত্রী সুজাতা, যার জন্য সৌমিত্র জিততে পেরেছে। কী লড়ান লড়ে মেয়েটি সেবার জিতিয়েছিল সৌমিত্রকে। ও ভাল নেই। ওর মন থেকে ভাল নেই। ও বিজেপিতে থাকতে পারছে না। সৌমিত্র ভূল পথে যাচ্ছে। এই খবরটা পেয়ে আমি আমার নের্তৃত্বকে জানিয়েছিলাম। তো সুজাতা তখন চলে এসেছে। সেই থেকে অতৃপ্ত আত্মার মতো, ওর একটা দুঃখ যে, ওর বউ, ওর দলের রাজনীতি ভূল বলে প্রতিপন্ন করে তৃণমূল কংগ্রেসে চলে এসেছে। সেই সব রাগ থেকে এই ধরণের ছেলেমানুষি কাণ্ডকারখানা করছে।'


সৌমিত্র খাঁ-র বিস্ফোরক দাবির পর উসকে গিয়েছে বিতর্ক 


আরও পড়ুন, 'আমারও তো লাগে ভয়, কে এবার জেলে যাবে, কে বাইরে রয় ?' কবিতায় কটাক্ষ শুভেন্দু-র


প্রসঙ্গত, বাইশ সালে দাঁড়িয়ে ঘটে গিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে দু-দুটি বড় ঘটনা বাংলার বুকে। এক এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার। যেখানে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল নগত টাকা, সোনা উদ্ধার হয়েছে। দ্বিতীয় ঘটনাটি হল গরুপাচার পাচার মামলায় বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতার। দুজনকেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একদিকে নেত্রীর উপর ভরসা রাখলেও নাম না করে,' অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক', বলেছেন মুখমন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় কারো সাপোর্ট না পেলেও, অনুব্রত গ্রেফতারের পর পরেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তবে এই এত তথ্য কোথা থেকে পেল ইডি-সিবিআই, এতদিন প্রশ্ন ছিল। তবে এবার বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র বিস্ফোরক দাবির পর স্বাভাবিকভাবেই বিতর্ক উসকে গিয়েছে।