কলকাতা: বিধানসভায় (WB Assembly) বেনজির স্লোগান সংঘাতে তৃণমূল-বিজেপি। বিধানসভায় ঢুকে চোর চোর স্লোগান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপি বিধায়কদের। যা নিয়ে এবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের: এদিন তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। শুভেন্দু অধিকারী উদ্দেশে কড়া ভাষায় মন্তব্য করেন তিনি। স্পিকারকে ব্যবস্থা নিতে বলব বলে হুঁশিয়ারিও দেন তৃণমূল নেত্রী। পাশাপাশি আমাকে নরেন্দ্র মোদি, অমিত শাহ দেখিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। 


কী ঘটেছিল বিধানসভায়? 


এদিন ধর্মতলায় অমিত শাহের সভা ছিল। সেই সভা শেষ হওয়ার পরই বেনজির পরিস্থিতি তৈরি হয় বিধানসভা চত্বরে। চোর চোর স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেই সময় আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল।  ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের জন্য চাপ বাড়াতে কালো পোশাকে অম্বেডকর মূর্তির সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল বিধায়করা। যার নেতৃত্বে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা, তৃণমূলের তরফেও শুভেন্দুকে লক্ষ্য করে 'চোর, চোর' রব ওঠে (West Bengal Assembly)। 


কী বললেন মুখ্যমন্ত্রী? 


আচমকাই বিধানসভায় এদিন প্রবেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিৎকার করে 'চোর, চোর, মমতা চোর। চাকরি চোর মমতা, ডিএ চোর মমতা' বলতে থাকেন তিনি। তাঁর সঙ্গে থাকা বিজেপি-র অন্যরা একই রব তোলেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে মাটিতে বসে পড়েন শুভেন্দু। ঘটনাস্থলে এসে পৌঁছয় লালবাজারের স্পেশাল ফোর্স। তৃণমূল এবং বিজেপি-র মাঝখানে কার্যত ঢাল হয়ে দাঁড়ায় তারা। এদিন এনিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,  "বিধানসভায় অসভ্যতা করছে।  স্পিকারকে ব্যবস্থা নিতে বলব। আমাকে নরেন্দ্র মোদি, অমিত শাহ দেখিয়ে লাভ নেই। সারাজীবন লুঠ করেছে। গদ্দারদের আমাদের কেউ ভয় পায় না। কেউ কোনও কর্মসূচি নিলে আমরা কেউ বাধা দিই না।" 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Sukanta Majumder: 'মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো অমিত শাহর ভয়ে ঘর থেকে বেরোচ্ছেন না' কটাক্ষ সুকান্তর