সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : আবার বিস্ফোরক অর্জুন সিং( Arjun Singh )। টিকিট না পেয়ে রবিবার থেকেই বেসুরে বাজছেন তিনি। সোমবারই তিনি বলেন, প্রার্থী তালিকায় নাম না দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এবার নিজের অফিস থেকে সরিয়েই ফেললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ও 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee )ছবি। আক্ষেপ করে বললেন, 'তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড'। সেই সঙ্গে স্পষ্ট ইঙ্গিত দিলেন, ফের ফুল বদলাতে পারেন অর্জুন। বললেন, পার্থ ভৌমিকের সঙ্গে অর্জুনের লড়াই হওয়া উচিত, মানুষের আবেগ আছে মোদিজির সঙ্গে ! অর্জুনের অফিসে যেখানে  জ্বলজ্বল করত মমতা - অভিষেকের ছবি, সেখানেই  লাগানো হল প্রধানমন্ত্রী মোদির ( PM Modi ) ছবি। কয়েক ঘণ্টার মধ্যেই পরিবর্তনের হাওয়া অর্জুনের ঘরে। তবে কি বিজেপির পথে অর্জুন? জল্পনা তীব্র। 



এই জল্পনা আরও প্রকট হল যখন তৃণমূল ছাড়ার আগেই সিএএ র সমর্থনে কথা বললেন  অর্জুন সিংহ। সেখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুর মিলল না। বললেন, ৫০ বছরের একটা লড়াই সম্মান পেল। '  CAA একটা নাগরিকত্ব, একটা সম্মান, তাদেরকে রিফিউজি বলে ডাকা হত... তাদের রিফিউজি বলে আখ্য়া দেওয়া হত ... সেখান থেকে তো অনেকটা সম্মান ... ৫০ বছরেj লড়াই তাদের, সেটা সম্মান পেল।'        


পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন ব্যারাকপুরের সাংসদ। কিন্তু তারপর তাঁকে লোকসভায় লড়ার টিকিটটাও দেওয়া হল না। তারপর থেকে  'শকড' তিনি।  আক্ষেপের সুরে বললেন, 'আমাকে বেইজ্জত করা হল'। 


অর্জুন জানিয়ে দিলেন, 'কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন আমি তৃণমূলে আছি, না নেই।' সোমবারই অর্জুন বলেছিলেন ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। কিন্তু মঙ্গলে তিনি বললেন, ফিরহাদ ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন ! তাঁর প্রতিটি বাক্যেই আক্ষেপ, হতাশা স্পষ্ট। 


তাহলে কি আবার গন্তব্য বিজেপি ? অর্জুনের সুর এবার কিছুটা নরম। 'মোদিজি বলতেন, সম্পর্ক কারও সঙ্গে খারাপ করা উচিত নয়'। তাহলে কি সেই 'ভাল সম্পর্কে' ভর করে ফের ফুল বদলাবেন অর্জুন ? 


মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি বললেন, 'দলে আমার প্রয়োজন ফুরিয়েছে। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড'। আরও বড় আক্ষেপ, 'দেড় বছর আমার নষ্ট হয়ে গেল' 


 


আরও পড়ুন :


CAA কার্যকর, বাংলার ভোটে কতটা প্রভাব ? কী বলছেন বিশেষজ্ঞরা ?