কলকাতা:  SIR ইস্যুতে এবার 'অনিয়ম'-এর অভিযোগ উঠল। এই নিয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ''এনুমারেশন পর্বে যুক্ত থাকলেও BLA-দের শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে না। শুনানিতে BLA-দের অনুপস্থিতি SIR-এর স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই SIR চলছে। এই সব অনিয়ম, খামতি দূর না করলে গোটা SIR প্রক্রিয়া ব্যর্থ হবে। এই ভাবে SIR চলতে থাকলে অপূরণীয় ক্ষতি হতে পারে।''

Continues below advertisement

এর আগে বড়জোড়ার সভা থেকে শাহকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি আসলে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে বলে দাবি করেছিলেন তিনি। মমতা বলেছিলেন, "রাজনৈতিক হ্যাংলার দল। আগের বার এসে বলেছিল, 'ইস বার ২০০ পার'। পগার পার হয়ে গিয়েছে। এবার করছে SIRএত মানুষের মৃত্যু, ৫৮ থেকে ৬০ জন। ৯৬ বছরের মানুষকেও ডেকে পাঠাচ্ছে! জীবনে মা-বাবাকে সম্মান জানাওনি, বয়স্কদের সম্মান জানাবে কী করে? লজ্জা করে না! শুধু তুমি খাবে, তোমার ছেলে খাবে।"

Continues below advertisement

মমতা আরও বলেন, "৫৪ লক্ষের নাম বাদ গেল কেন? অর্ধশিক্ষিতদের দল, ওই দুঃশাসনবাবু করিয়েছেন। তাঁকে উত্তর দিতে হবে। বাংলা ভদ্র বলে আজ আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমরা চাইলে, অসৌজন্যতা করলে, এক পা বেরোতে দিতাম না আপনাকে। আপনার ভাগ্য ভাল যে এত অত্যাচারের পরও আতিথেয়তা করছি। এটা দুর্বলতা নয়, আমাদের ধর্ম, সংস্কৃতি। ওড়িশা, উত্তরপ্রদেশ, রাজস্থানে বাংলার পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করছেন। কই আমরা তো করি না? বাংলাতেও ১.৫ কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন। আমরা ভালবেসে আপন করে নিয়েছি তাঁদের। ১৯৪৭ সালে তিনটি দেখ এক ছিল। বহু মানুষ এপার থেকে এপারে গিয়েছেন, পঞ্জাব থেকে পাকিস্তানে গিয়েছেন, আবার ওপার থেকেও এসেছেন। বাংলা ও পঞ্জাব সবচেয়ে ভুক্তভোগী। আজ বলছেন অনুপ্রবেশকারী হটাব। এতদিন কী করছিলেন, দুধভাত খাচ্ছিলেন?"

মমতা আরও বলেন, "জোর করে নাম কাটতে বলছে, নইলে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে। এত সাহ! আমি আছি এখানে। তুমি জেলে পাঠাবে! তোমাকে জেলে পাঠাব। ক্ষমতায় আছো বলে ঔদ্ধত্য, দাঙ্গাকারী, ব্যাভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তকারী, অত্যাচারী, স্বৈরাচারী। এদের বড় বড় কথা। মাতঙ্গিনীকে মুসলিম বানিয়েছে। আমাকে তো সারাক্ষণ বানায়। আমার গায়ে ফোস্কা পড়ে না। তোরা যত বলবি, আমি তত খুশি। আদিবাসী, তফসিলি, মাটির মানুষ, সংখ্যালঘু, পার্সি, খ্রিস্টান যা ইচ্ছে বানাও। আমার কিছু যায় আসে না। যতদিন বাঁচব দুর্যোধনদের বিরুদ্ধে লড়ব। ১ কোটি ৩৬ লোকের কথায় আসুন। BLA-দের কেন ঢুকতে দেবে না? হোয়াটসঅ্যাপের কী ভ্যালু? বুকের পাটা থাকলে লিখিত দিন। আমি আদালতে যাব। "