কলকাতা: এদিন, তৃণমূলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপার্সন নির্বাচিত হলেন। সর্বসম্মতিক্রমে চেয়ারপার্সন নির্বাচিত হলেন তিনি। মমতার তৃণমূলের চেয়ারপার্সন হওয়ার কথা ঘোষণা করলেন রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়। ৪ বছর পর আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হল। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন দল সবার আগে, কোনও বিরোধিতা মেনে নেবেন না তিনি। এছাড়াও মঙ্গলবারের বাজেট পেশ নিয়েও বিজেপি সরকারকে তুলোধোনা করেন তিনি।
কী জানালেন তৃণমূল সুপ্রিমো?
- ‘গতকাল একটা বাজেট হল’
- ‘বিজেপিকে দেখলে মনে হয়, চু কিতকিত দল’
- ‘মানুষ চাল চায়, ডাল চায়, হিরে নয়’
- ‘হিরের ঝোল, চচ্চরি, তরকারি বানাবে?’
- ‘আর নিজেরা হিরের ঘণ্ট খেয়ে বসে থাকবে’
- ‘১০০ দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছে’
- ‘কমাতে কমাতে এমন করেছে এবার তো আর বাজেটে টাকাই নেই’
- ‘কেউ প্রতিবাদ করে না, বলে সরি’
- ‘ওইরকম প্রতিবাদ নয়, ঘেউ ঘেউ করলে, পাল্টা ঘেউ ঘেউ করব’
- ‘পিএম কেয়ার্সে কোটি কোটি টাকা তুলে নিল’
- ‘ক্যাগ কাউন্ট করবে না’
- ‘সরকারি কর্মীদের টাকা নিয়ে নিয়েছে’
- ‘এই দিয়ে দেশ চলতে পারে না’
- ‘রেল থেকে সেল বিক্রি করে দিচ্ছে’
- ‘কোথায় যাবে মানুষ, খুব খারাপ দিন আসছে’
- ‘কোভিডের নামে দোহাই দিচ্ছে’
- ‘কখনও পুলওয়ামা করে ভোট পার করে নিচ্ছে’
আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন ছিল। সেখানেই চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সূত্রে খবর, বিজেপি বাদে সাংগঠনিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয় অন্যান্য রাজনৈতিক দলকে। যদিও বিমান বসু ও প্রদীপ ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হলেও, তাঁরা আসেননি।
তৃণমূল সূত্রে খবর, সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় ছিল। তারপর তার স্ক্রুটিনি হয়। সাড়ে ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে, এমনটাই জানান হয়েছিল। তবে চেয়ারপার্সন পদে মমতা বন্দ্যোপাধ্যায়েরই শুধু দাঁড়ানোর কথা। সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যানের মতো দেড় হাজার ডেলিগেট ভোট দেন। এই সাংগঠনিক নির্বাচনের রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ পর্যবেক্ষক হিসেবে হাজির ছিলেন সংস্কৃতি জগতের বিশিষ্টরাও।