অর্ণব মুখোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও রাজীব চৌধুরী, কলকাতা: নীতি আয়োগের (Niti Aayog) মিটিংয়ে যাব না? রাজ্যের টাকা আসবে কোথা থেকে? বিরোধীদের ‘সেটিং’ অভিযোগের জবাব দিলেন মমতা (Mamata Banerjee)। চিটফান্ড থেকে একাধিক ইস্যুতে বাম (CPIM)-কংগ্রেসকে (Congress) চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। প্রতিটি ক্ষেত্রেই জবাব দিয়েছে বিরোধীরা।                                     


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দিল্লি গেলেই বলছে সেটিং করতে গেছে, আরে নীতি আয়োগের মিটিং-এ আমি যাব না? আমার রাজ্যের কথা বলব না? আমার রাজ্যের টাকাটা আসবে কোথা থেকে?" অগাস্টের প্রথম সপ্তাহে দিল্লি সফরে গিয়ে পরপর তিনদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত্‍ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই তৃণমূলের বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগে সরব হয়েছে বাম ও কংগ্রেস। বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। 


আর এই প্রেক্ষাপটে রবিবার সেটিং নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বাম-কংগ্রেসও। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "দিদিভাই মোদিভাই ২০১৫-তে বলেছিলাম। তৃণমূল দলটা তৈরি হল, সিম্বলটা পেল আডবাণির জন্য।উনি চিঠি লিখেছিলেন আমাদের সহযোগী দল, আমাদের কমল ফুল ও ঘাসফুল।" প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "দিল্লিতে বারবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল। তখন কেন সেটিং নিয়ে বললেন না? এখন কেন বলছেন?"                


আরও পড়ুন, "অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ?" সুর চড়ালেন মমতা


রবিবার কেন্দ্রীয় এজেন্সি, প্রধানমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি থেকে শুরু করে একাধিক বিষয়ে মোদি-শাহ-সহ বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিপিএম-কংগ্রেসকেও নিশানা করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "আমরা ১১ সালে বলেছিলাম, বদল নয় বদলা চাই। তাই কিছু করিনি। সব ফাইল পুড়িয়ে দিয়েছে। এই কেস তো সব সিপিএমের আমলের কেস। এখন যদি ফাইলগুলো আবার খুলি, কী সূর্যবাবু বেরোবে তো? ঝুলি থেকে বেড়াল বেরোবে? কী কুজন বাবু? ঝুলি থেকে বেড়াল বেরোবে? কী মিস্টার চৌধুরী? কতগুলো মার্ডার? কত খুন? কত টাকা? কত গরু? কত কয়লা? গায়ে কত ময়লা? বের করবো একটু?" 


সব মিলিয়ে তৃণমূল নেত্রীর আক্রমণ ঘিরে তরজা তুঙ্গে।