লখনউ : উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে লড়ছে না তৃণমূল। তবে সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । অখিলেশ যাদবের (Akhilesh Yadav) আমন্ত্রণেই, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে সোমবার লখনউয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ' সমাজবাদী পার্টির জন্য ক্যাম্পেন করতে যাচ্ছি। আমি চাই সমাজবাদী পার্টি অখিলেশ যাদব জিতুক। নিজেরা লড়তে পারলে আরও ভাল হত। আমি চাই বিজেপি হারুক।
তৃণমূল নেত্রী (West Bengal Chief Minister Mamata Banerjee) জানান, ' সমাজবাদী পার্টির জন্য ক্যাম্পেন করতে যাচ্ছি। আমি চাই সমাজবাদী পার্টি (Samajwadi Party) অখিলেশ যাদব জিতুক। নিজেরা লড়তে পারলে আরও ভাল হত। আমি চাই বিজেপি হারুক। সমাজবাদী পার্টি জিতুক, ইউপি-কে নতুন দিশা দেখাক '
সোমবার বিকেল ৫.৪৫ মিনিটের বিমানে লখনউয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে অভ্যর্থনা জানাতে অখিলেশ নিজে বিমানবন্দরে উপস্থিত হন। লখনউই শাল পরিয়ে তৃণমূল নেত্রীকে অভিবাদন জানান তিনি। মঙ্গলবার বেলা ১২টায়, অখিলেশ যাদবের সঙ্গে এক জনসভায় ভার্চুয়াল ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন :
১০টিতে প্রার্থী তৃণমূলের, ২২টি আসন ছেড়ে রেখে কি অন্য দলকে জোট বার্তা?
উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সেই ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করেছে সমাজবাদী পার্টি। দুপুর ২টোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব যৌথ সাংবাদিক বৈঠক করবেন। মঙ্গলবার বিকেলে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর ৩ মার্চ বারাণসী সফরে যাওয়ার কথা মমতা-অখিলেশের। সেদিন রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি কাশী বিশ্বনাথের মন্দিরে তাঁদের পুজো দেওয়ার কথা আছে।
সমাজবাদী পার্টির সমর্থনে তৃণমূল নেত্রীর উত্তরপ্রদেশ সফর নিয়ে তীব্র কটাক্ষ করেছে এরাজ্যের বিরোধীরা। শুভেন্দু অধিকারী বলেন, ' নন্দীগ্রামে নিজে যে বৈতরণী উতরোতে পারেননি, অখিলেশের ফুটো নৌকোকে পার করা পারবে না, ইস বার যোগী বাবা তিনশ পার'
সুজন চক্রবর্তী বলেন, ' পশ্চিমবাংলা-টাকে সামলাক, তৃণমূলের দলীয় কোন্দলে রাস্তা অবরোধ হচ্ছে আগুন জ্বলছে '
যদিও, বিরোধীদের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ বাংলার শাসকদল।