আশাবুল হোসন, অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পাল, কলকাতা : SIR-আবহে ফের শিরোনামে উঠে এসেছেন মতুয়ারা। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে মতুয়াদের উপস্থিতি ছিল ভালই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মতুয়াদের কাছেও ক্য়াম্প করে দু'নম্বরি করে টাকা নেওয়া হচ্ছে। পাল্টা শুভেন্দু অধিকারী বললেন, হিন্দু শরণার্থীদের জন্য বিজেপি রয়েছে। এদিকে SIR-এর বিরোধিতায় বুধবার ঠাকুরনগরে অনশনে বসছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুরপন্থীরা। 

Continues below advertisement

ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর কার নাম থাকবে, কে বাদ যাবে তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। এই প্রেক্ষাপটেই মতুয়াদের নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। মতুয়া তুমি কার, তৃণমূলের ? না বিজেপির ? SIR-এর বিরোধিতায় মঙ্গলবার রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলে সবার সামনে ছিলেন বিভিন্ন ধর্মগুরুরা। আর ঠিক তার পিছনেই ছিলেন মতুয়ারা। এক ব্যক্তি বলেন, "এসআইআর আমাদের কাছে ডকুমেন্ট চাইবে। আমরা কী ডকুমেন্ট দেব ? আমরা ওপার বাংলা থেকে রাতের অন্ধকারে লম্ফ জ্বালিয়ে এসেছি। কেরোসিন তেলের লম্ফ জ্বালিয়ে মুসলমানদের অত্যাচারে...এপার বাংলায় এসেছি। আমাদের কী ডকুমেন্টে আছে ? আমাদের ডকুমেন্ট আছে আধার কার্ড। এখন কেন্দ্রীয় সরকার বলছে আধার কার্ডে কাজ হবে না। আমাদের কাছে আর কী ডকুমেন্টে আছে ?" মিছিল শেষে বক্তব্য রাখার সময় মতুয়াদেরকেও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বড়মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম। ওই ঠাকুরবাড়ি আমি বারবার গেছি। এটা মাথায় রাখবেন, ঠাকুরবাড়ির নামে শপথ করে বললাম...আপনাদের জন্য যা যা করা দরকার করব। গায়ের জোরে যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, ধাক্কা তাহলে অনেককেই খেতে হবে। একটা গান বানিয়ে দেব, ধাক্কা ধাক্কা ধাক্কা।" তাঁর অভিযোগ, মতুয়াদের কাছেও ক্যাম্প করে দু'নম্বরি করা হচ্ছে টাকা নিয়ে। ভয় পাবেন না দিদি আছে। বক্তব্যের শেষেও মতুয়াদের সঙ্গে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। 

পাল্টা মতুয়াদের আশ্বস্ত করতে দেখা যায় শুভেন্দু অধিকারী অধিকারীকেও। বিরোধী দলনেতা বলেন, "একদম চিন্তা করবেন না হিন্দুরা। ২০০২-এর পরে যারা এসেছেন, যাদের এখানে জন্ম নয়, বাবা-মায়ের জন্ম নয় তাদের সিএএ তে অ্যাপ্লাই করতে হবে। পিসি এবং ভাইপো বলছেন না যে, সিএএ-তে অ্যাপ্লাই করবে না, ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। প্রথমত বলি যারা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি...এরা একদম সম্পূর্ণ সুরক্ষিত। এরজন্য বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র মোদি। আপনি সিএএ তে অ্যাপ্লাই করুন। বাকিটা বিজেপি সরকার বুঝে নেবে।" 

Continues below advertisement

এই আবহে বুধবার থেকে SIR-এর বিরোধিতায় অনশনে বসছেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুরপন্থী মতুয়ারা। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের (মমতাবালা পন্থী) সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, "বেলা ১২টা থেকে শুরু হবে। প্রস্তুতি খুব ভাল। চারিদিকে খুব ভাল সাড়া আছে। প্রায় হাজার লোক জমায়েত হবে।" যদিও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলছেন, "আমার মনে হয় ওখানে কতগুলো বাংলাদেশি মুসলমান, কতগুলো রোহিঙ্গা, কতগুলো ভূতুড়ে ভোটার যাদের আজকে চিন্তার ঘাটতি হয়েছে, তারা আজকে সেখানে বসবে।" বিজেপির তরফে ইতিমধ্য়েই কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় সিএএ সহায়তা ক্য়াম্প করা হচ্ছে। নাগরিকত্বের আবেদন করতে সাহায্য় করা হচ্ছে এই ক্য়াম্পগুলি থেকে।