কলকাতা: ছাত্রাবস্থাতেই এবার সরকারি কাজে প্রশিক্ষণের সুযোগ। ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। ইন্টার্নশিপ শেষে মিলবে সার্টিফিকেট। প্রশিক্ষণ পর্বে প্রতি মাসে দশ হাজার দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)।


প্রশিক্ষণের সুযোগ: আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু হল। আমি চাই ছাত্র অবস্থা থেকেই ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণে তাঁরা সাফল্য পেলে সার্টিফিকেট পাবে। এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আড়াই হাজার ছাত্রছাত্রীকে। এবছর থেকে চালু হল। যদি তাঁরা ভাল কাজ করে, যোগ্যতার মাপকাঠি অনুযায়ী চাকরি রিনিউ করাও যেতে পারে। একেবারে তৃণমূল স্তর থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। মাসে দশ হাজার টাকা রেমুনারেশন পাবে ইন্টার্নশিপের সময়। এতে ছাত্রজীবন থেকে প্রশাসনের কাজ সম্পর্কে ধারণা হয়ে যাবে।''                             


এদিকে আজ থেকেই কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে এল ভাঙড়। আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার থেকে কলকাতা পুলিশের আওতায় এল ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর থানা। ভোটের বাজারে বারবার রক্তাক্ত হয়েছে ভাঙড়। ভোট-হিংসায় শুধু ভাঙড়েই প্রাণ গেছে ৭ জনের।                              


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাপানউতোরের মাঝেই গত বছরের ২৬ জুন কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনতে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর ও পোলেরহাট এবং ভাঙড় থানা ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা তৈরির সিদ্ধান্ত হয়। ৩১ ডিসেম্বর নতুন চারটি থানার পরিকাঠামো খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার। এদিন উদ্বোধনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কলকাতা পুলিশের দশম ডিভিশন হল ভাঙড়।'                    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Mamata Banerjee: কলকাতা পুলিশের হাতে এল ভাঙড়, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী