কলকাতা: পুজোর (Durga Pujo) মুখে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। জেলায় আশা কর্মীদের (Asha Workers) পুজোর বোনাস বৃদ্ধির (Bonus Hike) ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি জানিয়েছেন, এবার জেলার আশা কর্মীদের জন্য সাড়ে ৪ হাজার টাকা পুজো বোনাস ঘোষণা করছেন তিনি। মুখ্যমন্ত্রী এও জানান, এবার কলকাতার (Kolkata) হারেই জেলার আশা কর্মীদের দেওয়া হবে পুজো বোনাস।       


এদিকে, আজই ‘দুয়ারে রেশন’ প্রকল্পে ধাক্কা খেল রাজ্য সরকার। প্রকল্প খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশে বলে, রাজ্য সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। আইনের চোখে এই প্রকল্পের কোনও কার্যকারিতা বা গ্রহণযোগ্যতা নেই।                                


প্রসঙ্গত, তৃণমূল সরকারের হ্যাটট্রিকের অন্যতম অনুঘটকের কাজ করেছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। বিধানসভা ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার এই প্রকল্পকে ভোট প্রচারে হাতিয়ার করেছিলেন তৃণমূলনেত্রী। জেলায় জেলায় পরীক্ষামূলকভাবে শুরু হয় দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্পের বিরোধিতায় হাইকোর্টে মামলা দায়ের হয়। আর সেই মামলাতেই ধাক্কা খেল রাজ্য সরকার।                                              


আরও পড়ুন, পুজোর আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বাড়ল বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ


অন্যদিকে, পুজোর আগে রাষ্ট্রায়ত্ত সংস্থা SAIL-র কারখানাগুলির শ্রমিকদের বোনাসের দাবিতে জোটবদ্ধ প্রতিবাদ শাসক ও বিরোধীদলের। দুর্গাপুর ইস্পাত কারখানায় বিক্ষোভে সামিল সিটু, INTUC, INTTUC ও BMS। কারখানার গেটে বিক্ষোভ দেখানোর পর, ডেপুটেশন জমা দেন শ্রমিকরা। তাঁদের দাবি, করোনা আবহেও কাজ করেছেন তাঁরা। ফলে পুজোর আগে বোনাসের দাবিতে এই আন্দোলন। SAIL-এর সবকটি কারখানাতেই বোনাসের দাবিতে বিক্ষোভ চলবে বলে শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে। SAIL-র প্রতিক্রিয়া এখনও মেলেনি।