আসানসোল : কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) অভিন্দন জানালেন আসানসোলের মানুষকে। ধন্যবাদ জানালেন শত্রুঘ্ন সিন্হাকে জিতিয়ে আনার জন্য। বললেন, ' মানুষ বিজেপিকে খামোশ করে দিয়েছে। '
আসানসোলে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে ক্ষুরধার আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিপথ (Agnipath) প্রকল্পকে বিজেপির বড়সড় দুর্নীতি বলললেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুললেন ৪ বছরের জন্য অগ্নিবীরদের নিয়োগ নিয়ে।
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ' রেলে ৮০ হাজার পদ তুলে দেওয়া হয়েছে। চাকরি পাবেন কী করে? বিজেপি মিথ্যা কথা বলছে। ২০২৪-এর ভোটের আগে ললিপপ দেখাচ্ছে। '
তিনি বললেন, ৪ বছর ধরে সারা ভারতবর্ষের একবার ২০ হাজার , আরেকবার ৪০ হাজার লোক নেবে বলেছে কেন্দ্র। দেখতে গেলে, একটা রাজ্যের ভাগে এক হাজার ছেলেমেয়ে সুযোগ পাবে না ! সুযোগ পেলেও তার আয়ু হবে ৪ বছর, তারপর কী হবে ? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ' ৪ বছর পর অগ্নিবীরদের চাকরি দিতে রাজ্যকে বলা হচ্ছে। তোমাদের পাপ আমরা নেব কেন? ২০২৪-এর লোকসভা ভোটের পর অগ্নিবীরদের সব বাড়ি যাও, ললিপপ না। বলা হবে চাকরির জন্য রাজ্যগুলোর কাছে যাও। '
তিনি আরও বলেন, আমার কাছে একটা চিঠি এসেছে, কোনও একজন কর্নেল ভাই লিখেছেন, ৪ বছর পর আমাদের রাজ্য সরকারে চাকরি দিন ।
এছাড়াও অগ্নিপথের একের পর এক ত্রুটি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ' এটা আরেকটা চালাকি। আসল চালাকি হল চার মাসের ট্রেনিং দেবে। ট্রেনিং পাবে কারা , ১০০ জনের মধ্যে চারজনও পাবে না। পাবে ওদের লোকেরা শাখা-প্রশাখায়। তারপর চার বছর বলবে তুমি কাজ জোগাড় করো... দেশে আগুন জ্বলছে। '
ক্ষমতায় আসার আগে ১৫ লাখ টাকা দেওয়ার কথা বলেছিল বিজেপি। আপনারা পাননি। রেল, সেল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বন্ধ করে দেওয়া যাবে না। লোকোমোটিভ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। শূন্যপদে কেন নিয়োগ করা হচ্ছে না? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।