রঞ্জন সাউঃ গাড়ি চুরি চক্রের অন্যতম এক পান্ডা গ্রেফতার (Arrest)। অভিযুক্তকে গ্রেফতার করল বিধান নগর উত্তর থানার পুলিশ (Bidhannagar Police)। উদ্ধার বাড়ির সামনে থেকে চুরি যাওয়া গাড়িটি। ঘটনা সল্টলেকের সিএ ব্লক এর। ধৃতের নাম আকাশ শেঠ।জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। আজ ধৃতকে বিধান নগর কোর্টে (Bidhannagar Court) তোলা হবে।
আরও পড়ুন,
গ্রেফতার হতে পারেন শুভেন্দু ? আজ রাজভবনে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল !
পুলিশ সূত্রে খবর, গত ২৪ তারিখ সল্টলেকের সি এ ব্লক (Salt Lake CA Block) থেকে রাতের বেলায় একটি লাল রঙের হোন্ডা সিটি গাড়ি চুরি যায়। এর পরেই বিধান নগর উত্তর থানায় অভিযোগ জানায়, তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাত নটা নাগাদ গাড়ির চালক বাড়ির সামনে গাড়ি রেখে চালকের ঘরে চাবি রেখে খেতে যায়। সাড়ে নটা নাগাদ ড্রাইভার ফিরে এসে দেখে গাড়ি ও গাড়ির চাবি নেই। সূত্র মারফত, খবর পেয়ে বেলেঘাটার বাসিন্দা আকাশ শেঠকে দত্তাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে শান্তি নগর থেকে গাড়িটি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হবে। এবং নিজেদের হেফাজতে নিয়ে আর কেউ জড়িত আছে কিনা জানার চেষ্টা করবে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে এমননিতেই গাড়ি চুরির ঘটনা বেড়েই চলেছে শহরে। এমনিতেই রাজ্যে অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছে বলে সরব বিরোধীরা। রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়ে ইতিমধ্যেই একাধিক বার তোপ দেগে টুইট করে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বসিরহাট, গোবরডাঙা, শান্তিকেতন-সহ একের পর এক ধর্ষণ, খুন হয়ে চলেছে। ইতিমধ্যেই সেখানে তৃণমূলের নাম জড়িয়েছে। তার মধ্যে আবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। এহেন পরিস্থিতিতে একেই চাপের মুখে ঘাসফুল। তার উপরযদিও আবার গাড়ির চুরির ঘটনাও বারবার ঘটে, তাই আগাম সতর্ক প্রশাসন। চুরির গাড়ি চারদিনের মধ্যেই তাই এবার সাফল্য আনল বিধান নগর উত্তর থানার পুলিশ।