আশাবুল হোসেন, কলকাতা : দুর্গাপুজোর উত্‍সবে যাঁদের সময় কাটে বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের মধ্যে, তাঁদের সঙ্গে প্রতিবারই পুজোর আনন্দ ভাগ করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমে প্রবীণ আবাসিকদের সঙ্গে সময় কাটালেন তিনি। ছিলেন ফিরহাদ হাকিম ও ইন্দ্রনীল সেনও।


মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গেয়ে শোনালেন আবাসিকরা।  মুখ্যমন্ত্রী আসতেই তাঁকে আবাসিকরা শাঁখ বাজিয়ে অভ্যর্থনা জানান। এরপর মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান পরিবেশন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।মুখ্যমন্ত্রীও গান গাইলেন এদিন। তাঁর সঙ্গে গলা মেলান আবাসিকরা। আবাসিকদের জন্য শাড়ি, ধুতি, মিষ্টি নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' আমার তো মা নেই। নবনীড়ে এলে মায়ের কথা মনে করি। আমি এখানে না এলে পুজো সম্পূর্ণ হয় না ' । আবেগে ভাসলেন আবাসিকরাও। বললেন, দিদির জন্য আমরা ১ বছর অপেক্ষা করে থাকি। 
প্রতিবছরই পুজোর আগে বৃদ্ধাদের পৌঁছে যান তিনি। সঙ্গে থাকে উপহার। 


মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রতিবার কালীপুজো হয়। নবনীড়ের আবাসিকদের তাঁর বাড়ির পুজোয় আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।