আশাবুল হোসেন, মাদ্রিদ: মাদ্রিদের ( Madrid ) মঞ্চে স্পেনীয় শিল্প-বাণিজ্য জগতের প্রতিনিধিদের আশ্বস্ত করে, বাংলায় লগ্নির আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে বৃহৎ শিল্পোদ্যোগ - কীভাবে রাজ্য সরকার শিল্পপতিদের পাশে থাকে তা ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে লগ্নি টানতে বিদেশ সফরে গিয়ে বিদেশের মাটিতে সাহিত্যচর্চার প্রসারেরও ব্যবস্থা করে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিদেশের মাটিতে বাংলার সাহিত্যচর্চা প্রসারের জন্য মউ ( MoU ) সাক্ষর করলেন মুখ্যমন্ত্রী। স্পেন সফরে গিয়ে মাদ্রিদ বইমেলার সঙ্গে সাক্ষরিত হল কলকাতা আন্তর্জাতিক বইমেলার চুক্তি ।
মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সুধাংশুশেখর দে। বৃহস্পতিবার মাদ্রিদ বইমেলার সঙ্গে বৈঠক করে গিল্ড। তারপর তাদের মধ্যে একটি মৌ-ও স্বাক্ষর হয়।
স্পেন সফর নিয়ে আশাবাদী পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড জানালেন ত্রিদিব চট্টোপাধ্যায়। এবিপি আনন্দ-কে তিনি জানালেন, 'মাদ্রিদ আন্তর্জাতিক বইমেলা কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। ২০২৫-এ কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবং রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে প্যাভিলিয়ন তৈরির প্রস্তাব। স্পেনের ভালো সাহিত্যের বাংলায় অনুবাদ এবং বাংলার নির্বাচিত সাহিত্যের অনুবাদ হবে স্প্যানিশে।'জানালেন দুই গিল্ড কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশুশেখর দে। স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলা সাহিত্য ও স্প্যানিশ সাহিত্য এবং সংস্কৃতির আদান প্রদানের পথ আরও মসৃণ হল।
শুক্রবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয় মাদ্রিদের এক পাঁচতারা হোটেলে শিল্প-বাণিজ্য সম্মেলনের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্পেনের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের ৭২ জন প্রতিনিধি। মুখ্যমন্ত্রীর পরে, বাংলার শিল্প-প্রতিনিধিরাও পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানান। বক্তব্য রাখেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মউ সাক্ষরিত হওয়ার পরে, শনিবার রিয়াল মাদ্রিদ ক্লাব ও সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। সঙ্গী হবেন সৌরভও।
অন্যদিকে, শালবনিতে ইস্পাত কারখানা গড়বেন বলে এবিপি আনন্দকে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই এবার তাঁকে শিল্পপতির ভূমিকায় দেখতে পারে বাংলা। তিনি জানান, 'আড়াই হাজার কোটি টাকার বিনিয়োগ করব। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার কর্মসংস্থান হবে। শালবনিতে জিন্দলদের জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার। সেই জমিতে এখনও কারখানা হয়নি, সেখানেই আমরা কারখানা করব। কারখানা তৈরি করতে ৬ মাস মতো সময় লাগবে।'
আরও পড়ুন :