কলকাতা: জয়ন্ত-গ্য়াংয়ের (Jayanta Singh Update) অত্য়াচারের একের পর এক ভাইরাল ভিডিও ঘিরে গোটা রাজ্য়ে তোলপাড় পড়ে গেছে। এই আবহে আড়িয়াদহকাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্য়মন্ত্রী (Mamata Banerjee)। দায় চাপালেন অর্জুন সিংহের দিকে। পাল্টা মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে মিথ্য়াচারের অভিযোগ তুলে অর্জুন সিং বললেন, আড়িয়াদহ ব্য়ারাকপুর কোথায়? দমদম লোকসভা কেন্দ্রের অধীনে। 


আড়িয়াদহকাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্য়মন্ত্রী: আড়িয়াদহের ভাইরাল-ইস্য়ুতে কলকাতা থেকে দিল্লি তোলপাড় হওয়ার পর অবশেষে মুখ খুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, দায় ঝেড়ে তা চাপালেন অন্যের ঘাড়ে। গতকাল তিনি বলেন, "২০২১ সালের ঘটনা নিয়ে, আমার ইলেকশন ড্য়ামেজ করার জন্য়, গত ৭২ ঘণ্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিংহ ওখানকার MP ছিলেন এবং যারা করেছিল, তারা কিন্তু গ্রেফতার হয়ে এখনও জেলে আছে।''

আড়িয়াদহ কামারহাটি বিধানসভার অন্তর্গত, আর কামারহাটি দমদম লোকসভার মধ্য়ে পড়ে। অর্থাৎ আড়িয়াদহ দমদম লোকসভা কেন্দ্রের অধীনস্থ, ব্য়ারাকপুরের নয়। দমদম লোকসভার ৪ বারের সাংসদ সৌগত রায়। আর অর্জুন সিং ২০১৯ থেকে ২০২৪ সাল অবধি ব্য়ারাকপুরের সাংসদ ছিলেন। এই তথ্য় তুলে ধরেই মুখ্য়মন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছেন অর্জুন।ব্য়ারাকপুর প্রাক্তন সাংসদ বলেন, "আমাদের দুর্ভাগ্য় বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যিনি জানেন না, কামারহাটি কোথায় আর আমি কোথাকার সাংসদ ছিলাম। ওঁকে কারও ঘাড়ে দোষ চাপাতে তো হবে। যখন এই এলিমেন্টগুলো তৈরি হয়ে গেছে কারও না ঘাড়ে তো দিতে হবে। দুর্ভাগ্য় উনি জানেন না কে এমপি ছিল। ওঁর এমএলএ, ওঁর সাংসদ, উনি আমার নামে বলে যাচ্ছেন।''

অভিযুক্তদের গ্রেফতারির কথা বলে পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুখ্য়মন্ত্রী। যদিও আড়িয়াদহকাণ্ডে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত রায়, মদন মিত্র। আবার কুণাল ঘোষ বলছেন,দু-একজন রাজনীতিবিদ আর দু-একজন পুলিশ অফিসারের মদত ছাড়া দাদাগিরি বাড়তে পারে না। এদিকে মুখ্য়মন্ত্রীর মুখ্য় উপদেষ্টা আলাপন বন্দ্য়োপাধ্য়ায় গতকাল বলেন, "অভিযুক্ত জয়ন্ত সিংহকে এর আগেও বারবার গ্রেফতার করেছে পুলিশ। ২০১৬ থেকে অন্তত ৫টি কেসে অন্তত ৫ বার গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তিনি একজন পরিচিত দুষ্কৃতী। বারংবার গ্রেফতার হয়েছেন। পুনঃ পুনঃ বিভিন্ন কেসে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jessore Road: গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন, আতঙ্ক যশোর রোডে