আশাবুল হোসেন, কলকাতা: ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করেন তিনি। সেই মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।


ফের সরব মুখ্যমন্ত্রী:
দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া না দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। ১০০ দিনের প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছে রাজ্যের শাসক দল। সংসদে-দিল্লিতে যেমন এই নিয়ে সরব হয়েছে তৃণমূল। তেমনই রাজ্যেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ২ দিন ধরে ধর্না করেছেন খোদ মুখ্যমন্ত্রী। সেই আবহেই ফের সুর চড়ালেন তিনি। এদিন তিনি বলেন, 'অনেক টাকা আটকে রাখা হয়েছে, শুনেছি ২০২৪ পর্যন্ত দেবেও না। কিন্তু ভিক্ষে চাইতে যাব না, কারও চাকরিও খাব না।'


যে শ্রমিকরা এই অডিটোরিয়াম তৈরি করেছেন তাঁদের ডেকে সম্বর্ধনা দিতে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যসচিবকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, 'যাঁরা এই নির্মাণ করেন তাঁদের নির্মাণের পর নো-এন্ট্রি বোর্ড দেখিয়ে দেওয়া হয়। কিন্তু, আমি এই শ্রমিকদের সম্পদ মনে করি। মুখ্যসচিবকে বলব যাঁরা ধনধান্য তৈরি করেছেন তাঁদের ডেকে সম্বর্ধনা দিতে।'


মুখ্যমন্ত্রীর ভাবনায় শঙ্খের আকারে গড়ে তোলা হয়েছে অডিটোরিয়ামটি। তিনি বলেন, 'শঙ্খের আকৃতিতে তৈরি করা হয়েছে কারণ শঙ্খ মঙ্গলের প্রতীক। শঙ্খের সঙ্গে সমুদ্রেরও যোগ আছে। অর্ডিনারি করে কী হবে? অডিটোরিয়ামকে শঙ্খের আকার দিতে ব্যবহার করা হয়েছে ফ্রান্স থেকে আনা বিশেষ ধরনের জিঙ্ক। ৩ হাজার ৭০০ মেট্রিক টন ইস্পাত লেগেছে ধনধান্য অ়ডিটোরিয়াম তৈরি করতে। আয়ারল্যান্ড থেকে ৩০ হাজার আলো এনে সাজানো হয়েছে অডিটোরিয়ামটিকে। ৩টি ব্যাঙ্কোয়েট হল, ফুডকোর্ট রয়েছে এখানে। রয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের ব্য়বস্থা। যেখানে ৩০০টি গাড়ি পার্ক করা যাবে।


তৈরি হচ্ছে জগন্নাথ ধামও:
ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (Chief Minister) জানিয়েছেন দিঘায় ১৭ একর জমির উপর গড়ে উঠছে জগন্নাথ ধাম। মমতা বলেন, 'আমরা একটা জগন্নাথ ধাম তৈরি করছি। পুরির জগন্নাথ ধামের উচ্চতার। এত বড়। ১৭ একর জায়গার উপরে। পুরির মন্দিরটা নিমকাঠ দিয়ে হয় মূর্তি আমরা এখানে যেটা করব মার্বেল পাথর দিয়ে করব মূর্তি। ওই স্টাইলে বানাচ্ছি।'


আরও পড়ুন: বিডিওর চেয়ারে বিধায়ক! ছবি ভাইরাল হতেই দলের নেতার দিকে আঙুল ইদ্রিশের