রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বিডিওর অফিস। সেখানেই বিডিওর চেয়ারে বসে দলীয় বৈঠক করছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। সেই ছবি সম্প্রতি ভাইরাল হয়। সেই ছবি নিয়েই এবার পাল্টা অভিযোগ করলেন বিধায়ক। ষড়যন্ত্রের তত্ত্ব তুলে আঙুল তুললেন দলেরই নেতার দিকে। 


ওই ঘটনায় দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছেন বিধায়ক ইদ্রিশ আলি। দলীয় বিধায়কের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। বিতর্কের মুখে বিধায়কের পাশে দাঁড়িয়েছেন জেলা সভানেত্রী। 


কী অভিযোগ বিধায়কের:
ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি বলেন, 'মুক্তার হাসান বলে একজন আছে, সে নাকি মিডিয়ার সর্বময় কর্তা, আবার অঞ্চল সভাপতিও হয়েছে। সেই তো ছবিটা তুলে ভাইরাল করেছে। সে দলবিরোধী কাজ করেছে। দলের মিটিংয়ের বিষয় বাইরে বলা উচিত নয়।'


সোমবার বিডিওর চেয়ারে বসে ভগবানগোলার তৃণমূলের বিধায়কের দলীয় বৈঠকে অংশ নেওয়া ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। সেই ঘটনা নিয়েই এমন দাবি ইদ্রিশ আলির।


ভগবানগোলার তৃণমূল বিধায়কের দাবি, ষড়যন্ত্র করে বৈঠকের ছবি ভাইরাল করে বিতর্ক বাড়িয়েছেন সরলপুরের তৃণমূল অঞ্চল সভাপতি মুক্তার হাসান। তিনি বলেন, 'তাঁর যদি ইতিহাসটা দেখেন, সে কী করে এত টাকা করল, কন্ট্রাক্টরি করে। বিডিও সাহেবকে ক্যাপচার করার চেষ্টা করছিল। ওকে দেখবেন, এখানে জেলা অফিসে, জেলা পরিষদ অফিসে, বিডিও অফিসে শুধু দালালি করে। বাইরে করে না। ও কন্ট্রাক্টরি করে। সেই তো ছবিটা তুলে ভাইরাল করেছে। সে দলবিরোধী কাজ করেছে। দলের মিটিংয়ের বিষয় বাইরে বলা উচিত নয়।'


পাল্টা দাবি:
যদিও অঞ্চল সভাপতির পাল্টা দাবি, ইদ্রিশ আলির ফেসবুক পেজেই ওই বৈঠকের ছবি পোস্ট করা হয়। এরপর তা ভাইরাল হয়ে যায়। তৃণমূলের সরলপুর অঞ্চল সভাপতি বলেন, 'প্রথমে ইদ্রিশ আলির ফেসবুক পেজ থেকে ওটা লাইভ হয়েছিল, তারপরে আমরা পোস্ট করেছি। আমি তৃণমূলের সোশ্যাল মিডিয়ার সেলের সক্রিয় কর্মী। বিতর্ক বাঁধানোটাই MLA-র কাজ।'


বিতর্কের মুখে দলীয় বিধায়কের পাশেই দাঁড়িয়েছেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূলের সভানেত্রী। শাওনি সিংহ রায় বলেন, 'আমাদের দলের যা আলোচনা, ক্ষোভ-বিক্ষোভ-ভালবাসা, সব দলের মধ্যে হবে দলের বাইরে হবে না। কেউ যদি নিজের স্বার্থে দলকে কলুষিত করার চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।'


বুধবারই মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা কমিটি তৈরি নিয়ে প্রকাশ্যে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কমিটির তালিকা প্রকাশের আগেই ক্ষোভপ্রকাশ করে উঠে যান জেলা তৃণমূলের চেয়ারম্যান। একই দিনে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে জঙ্গিপুরের জেলা কমিটির তালিকা নিয়েও। 


আরও পড়ুন: ‘পঞ্চায়েত ভোটের পর তৃণমূলে ফেরার চেষ্টা করবেন‘, ট্যুইটে শুভেন্দুকে নিশানা অপরূপার