নয়াদিল্লি: সকল 'পটারহেড'দের (Potterheads) জন্য সুখবর! অবশেষে নিশ্চিত খবর ঘোষণা হয়ে গেল। জল্পনার অবসান, আসছে 'হ্যারি পটার' টিভি সিরিজ (Harry Potter TV Series)। নির্মাতাদের তরফে পোস্ট করে ঘোষণা করা হল তেমনই।
আসছে টিভি সিরিজে 'হ্যারি পটার'
জাদুর দুনিয়া এবার মন মাতাবে ছোটপর্দার মাধ্যমে। যাঁদের প্রিয় তিন চরিত্র হ্যারি পটার, রোনাল্ড উইজলি ও হারমাইনি গ্রেঞ্জার, তাঁদের জন্য সুখবরই বটে। এই টিভি সিরিজ দেখতে পাওয়া যাবে 'এইচবিও ম্যাক্স' (HBO Max) চ্যানেলে।
বুধবার গভীর রাতের দিকে এইচবিও ম্যাক্স চ্যানেলের অফিসিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়। হ্যারি পটারের টিভি সিরিজ ঘোষণার প্রথম মোশন পোস্টার সেটি। ক্যাপশনে খুবই চেনা জাদুর ঢঙে লেখা, 'হগওয়ার্টস থেকে আপনাদের চিঠি এসে গিয়েছে। ম্যাক্স হ্যারি পটারের স্ক্রিপ্টেড টেলিভিশন সিরিজ সর্বপ্রথম অর্ডার করেছে, বইগুলির বিশ্বাসযোগ্য অনুকরণ।'
জনপ্রিয় বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি'র মতে, এই ঘোষণা করা হয়েছে ১২ এপ্রিল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সাংবাদিক সম্মেলনে। এই ফ্র্যাঞ্চাইজির সিরিজের প্রত্যেক সিজন তৈরি হবে হ্যারি পটারের প্রত্যেকটা বইয়ের ওপর নির্ভর করে। ওয়ার্নার ব্রাদার্সের কথায়, 'দশক ব্যাপী সিরিজ' হতে চলেছে এটি। ছবিতে যাঁদের অভিনয়ে দেখা গিয়েছিল তাঁদের থেকে একেবারে আলাদা কাস্ট হবে টিভি সিরিজে, খবর এমনটাই।
মোশন পোস্টার শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালবাসার বন্যা বয়ে গিয়েছে কমেন্ট সেকশনে। তবে অনেকেরই চিন্তা, টিভি সিরিজে যেন নষ্ট না হয়ে যায় বইয়ের গল্প।
উল্লেখ্য, ওয়ার্নার ব্রাদার্স অনেকদিনই টেলিভিশনে হ্যারি পটার নিয়ে আসতে চেয়েছিলেন। ২০২১ সালে প্রথম প্রকাশ্যে আসে সেই খবর, সেই থেকেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। অনুরাগীরা উচ্ছ্বসিত, একইসঙ্গে চিন্তিতও।
আরও পড়ুন: Ajay Devgn Kajol: অজয় দেবগণের আগে কাজলের জীবনে ছিল অন্য কেউ! এতবছর পর মুখ খুললেন অভিনেত্রী
প্রসঙ্গত, ৭ খণ্ডের হ্যারি পটার উপন্যাসের থেকে ৮টি সিনেমা তৈরি করা হয়। যা ওয়ার্নার ব্রাদার্সের সৃষ্টি করা ব্লকবাস্টার সিরিজ ছিল। প্রথম ছবির নাম ছিল 'হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন', যা ২০০১ সালে মুক্তি পায়। জে কে রাউলিংয়ের লেখা প্রথম বইটির নাম যদিও ছিল 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার্স স্টোন'। সিনেমার খাতিরে বদলানো হয় নাম। অন্যদিকে এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি 'হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট ২' মুক্তি পায় ২০১১ সালে। এই ছবিটি বক্স অফিসে ৭.৭ বিলিয়ন ডলার আয় করেছিল। ২০১৬ সালে 'হ্যারি পটার'-এর একটি প্রিক্যুয়েল সিদ্ধান্ত নেওয়া হয় যার প্রথম ছবি ছিল 'ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়্যার টু ফাইন্ড দেম'। কিন্তু বক্স অফিসে বিশেষ আসর জমাতে পারেনি এই সিরিজ। 'ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অফ ডাম্বেলডোর' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এই সিরিজ বন্ধ করে দেওয়া হয়।