আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষ: তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচি থেকে ফের এজেন্সি ইস্য়ুতে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। মোদি সরকারের (BJP) বিরুদ্ধে আক্রমণ শানিয়ে, তিনি বলেন, "যত ইডি সিবিআই আসুক। নতুন সরকার এলে সব প্রত্য়াহার হয়ে যাবে।" অন্য় দিকে, এ দিনই পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গলায় ফের শোনা গেছে এজেন্সি নিয়ে হুঁশিয়ারি (Panchayat Elections 2023)।


বৃহস্পতিবার মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে শামিল হন মমতা। সভা করেন ইংরেজবাজারে। সেখান থেকে বিজেপি-কে নিশানা করেন। মমতা বলেন, "তৃণমূলের সবাই চোর! তোমরা সাধু! আগে উত্তর দে ব্যাপম নিয়ে কী হয়েছে। ৫৪ জন লোক মারা গিয়েছে... যখন যেখানে খুশি ঢুকে যাচ্ছো। কাগজ নিয়ে আসছ। পরে বুঝবে কত বেআইনি কাজ করছ। "


এ নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তাঁর বক্তব্য, "তৃণমূলে সবাই চোর।চোর ধরো, চোর ধরো... উনি চোরেদের রানি।"


মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেদিন মালদায় পা রেখেছেন, সেদিনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক, কৃষ্ণকল্য়াণীর রায়গঞ্জের বাড়িতে হানা দিয়েছে আয়কর বিভাগ। আবার বৃহস্পতিবার মমতা যখন মালদায় প্রশাসনিক সভা এবং তার পর অভিষেকের কর্মসূচিতে অংশ নিচ্ছেন, সেই সময় কলকাতা-সহ জেলার পাঁচ ঠিকানায় একসঙ্গে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। এই প্রেক্ষাপটে মালদায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচি থেকেও এজেন্সি ইস্য়ুতেই বার বার সরব হলেন মমতা।


আরও পড়ুন: Mamata Banerjee: ‘অনশন, আন্দোলন, আঘাত...আমি আসলে জীবন্ত লাশ’, সংগ্রামের কথা তুলে ধরলেন মমতা

পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার হওয়ার পর হতবাক হয়ে গেছে গোটা বাংলা। রাশি রাশি টাকা, নোটের বান্ডিল উদ্ধার হতে দেখা গিয়েছে। যদিও মমতার বক্তব্য, "সিনেমায় কী করে, প্রথমে আর শেষে একটা নোট, মাঝে কিছু নাই। এই ফাঁদ করোনি তো ভাই! কতদিন চলবে। এজেন্সি দেখাও। জেলে ভরে দাও। ভয় দেখাও, ভীতি দেখাও। মিথ্যা মামলা করো। যত ইডি সিবিআই আসুক। নতুন সরকার এলে সব উইথড্র হয়ে যাবে। মামলাতেও জিতবে না।"

সিবিআই, ইডি, এনআইএ এবং আয়কর, এই চার কেন্দ্রীয় এজেন্সির লাগাতার তদন্ত-অভিযান চলছে বাংলায়। পর্থ চট্টোপাধ্য়ায় থেকে মানিক ভট্টাচার্য,
অনুব্রত মণ্ডল থেকে জীবনকৃষ্ণ সাহা, তৃণমূলের দাপুটে নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়করা এখন জেলে। এই পরিস্থিতিতে মালদা থেকে তোপ দাগলেন মমতা। তাঁর কথায়, "গ্রামে একটা পটাকা ফাটলে এনআইএ-কে পাঠিয়ে দিচ্ছে। শুধু হুমকি দিচ্ছে বাড়িতে এজেন্সি পাঠিয়ে দেব। যদি ইডি, সিবিআই আসে বলবেন ,কত কী করবি! আর আপনাদের কী করবে ,গরিব মানুষ আপনারা। ইডি, সিবিআই পাঠানো মানে ধামাকা। অফিসার বলছে, 'ওর বিরুদ্ধে কোনও মামলা নেই । কী করব?' বলছে, ধামাকা মাচিয়ে দাও।"


আরও পড়ুন: Do You Know: রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?


এর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, "আসছে এনআইএ, কে বাঁচাবে দেখব। একবালপুর, মোমিনপুর ঠান্ডা হয়েছে। বাকচাও ঠান্ডা হবে। লড়াই অনেক বাকি আছে। আমি শুভেন্দু অধিকারী, টাইট করে ছাড়ব। আমার উপর ভরসা রাখুন"

নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচার-সহ বিভিন্ন ইস্য়ুতে ইডি, সিবিআই, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সি সক্রিয়। অন্য় দিকে, তা নিয়ে বাগযুদ্ধের পারদ তুঙ্গে। কিন্তু, শেষমেশ দুর্নীতির চাঁইদের নাম সামনে আসবে কবে? তাঁরা কি গ্রেফতার হবেন? সেটাই দেখার।