কলকাতা: সম্প্রতি উত্তরবঙ্গকে আলাদা করা কিংবা উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের আওতাভুক্ত করার মতো একাধিক প্রস্তাব উঠেছে খোদ বিজেপির তরফ থেকে। কোনও স্থানীয় নেতা নয়, এই দাবি তোলা হয়েছে খোদ বিজেপির একাধিক বিধায়ক এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর তরফে। অন্যদিকে কোচবিহার আলাদা করার দাবির কথা বলেছেন বিজেপির রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজ। এবার এই বিষয় নিয়েই বিধানসভায় দাঁড়িয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় দাঁড়িয়ে তাঁর অভিযোগ, 'বাংলাকে ভাগ করার জন্য চক্রান্ত চলছে, এক একজন এক একরকম প্রস্তাব করছে।' তাঁর দাবি, 'কেউ বলছে কোচবিহার আলাদা কর, কেউ বলছে মালদা, মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য কর।' এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে মমতার তোপ বাংলার বঞ্চনা নিয়ে সরব হবেন তৃণমূল সাংসদরা। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে ভাগের চেষ্টার অভিযোগ তুলে বিধানসভায় ভোটাভুটির ডাক দিলেন তিনি। এদিন মমতা বলেন, 'ভোট এলেই বিজেপির মুখে ভাগের কথা, ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। যাঁরা বাংলা ভাগের কথা বলছেন, রাজ্যের মানুষ তা চায় কি না, তা জানতে বিধানসভায় ভোটাভুটি হোক।'
বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে বারবার বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল। ভোটপ্রচার থেকে সবক্ষেত্রেই বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও বিধানসভায় তাঁর অভিযোগ, বিজেপি সরকার আসার পর থেকে সব বন্ধ করে দিয়েছে। মমতা বলেন, 'উত্তরবঙ্গ থেকে এত আসন জিতেও কিছু দিল না কেন্দ্রীয় সরকার। বন্যার জন্য বিহার টাকা পেয়েছে, অসম পেয়েছে, বাংলা এক টাকাও পায়নি।' তাঁর অভিযোগ,'ডিভিসির বন্যাটা হল ম্যান মেড বন্যা। জল ধারণ ক্ষমতা বাড়ালে একাধিক জেলায় বন্যার প্রবণতা কমবে। শুনেছি, ডিভিসি-র বেসরকারিকরণ হচ্ছে, দেশটাকেও না বেসরকারিকরণ করে দেয়, চিন্তা হয়। ঘাটাল মাস্টারপ্ল্যান কবে থেকে ঝুলে আছে,অফিস তুলে নিয়ে বিহারে চলে গিয়েছে।' 'গঙ্গাসাগর মেলাকে একটা টাকাও দেওয়া হয় না, নিজেদের সেতু তৈরি করতে হয়েছে', বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর।
শুভেন্দু অধিকারীর দাবি:
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপি দলগতভাবে বাংলা ভাগ চায় না। আলাদা রাজ্য, কেন্দ্রশাসিত এলাকা- কিছুই চায় না। তাঁর দাবি, বিজেপি চায় বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বের করা হোক।
আরও পড়ুন: এখনও হাতের মুঠোয় সোনা ! সোমবার রাজ্য়ে কত যাচ্ছে রেট ?